এক হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে এবং পৃথক দুই হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. নুরুল হুদা চৌধুরীর আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
খিলগাঁও থানার একটি হত্যা মামলায় আনিসুল হক এবং আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আর উত্তরা পশ্চিম থানার মামলায় শুধু মামুনকে গ্রেপ্তর দেখানো হয়।
গত ৫ আগস্ট হাফেজ মোহাম্মদ জুবায়ের আহমদ হত্যার ঘটনায় খিলগাঁও থানায় মামলা হয়। আর গত ১৯ জুলাই হাফেজ মাওলানা সাদিকুল ইসলাম হত্যার ঘটনায় উত্তরা পশ্চিম থানায় মামলা হয়।
বাংলা৭১নিউজ/এসএকে