বাংলা৭১নিউজ, সাতক্ষীরা থেকে স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার হতদরিদ্র, প্রতিবন্ধী ও পথশিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নচূড়া। গতকাল শুক্রবার (২৩জুন) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা প্রি-কাডেট স্কুল চত্বরে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নচূড়ার প্রতিষ্ঠাতা সোলাইমান তুহিনের সভাপতিত্বে ও গাজী শাহরিয়ার সোহাগের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবী সংগঠন মজার পাঠশালার পরিচালক আব্দুর রহিম, সনাকের ইয়েস দল নেতা জাহিদা জাহান মৌ, স্বপ্নীল সাতক্ষীরার সৈয়দা মাইসা, রেড ব্লাড কারপাস বিডির রুহুল আমিন, আশার প্রান্তরের রেজা, আনন্দ দলের মাহফুজুর রহমান, জীবন রহমান, চিত্রা পলি, মাইশা অর্পি, রুহি, মুশফিক, ফারহান, তানজিম, রাহাত, শিহাব, তুষার প্রমুখ।
এ সময় ২৫জন হতদরিদ্র, প্রতিবন্ধী ও পথশিশুর মাঝে ঈদের নতুন পোশাক ও সিমাই বিতরণ করা হয়। ##
বাংলা৭১নিউজ/জেএস