বাংলা৭১নিউজ, ঢাকা: কোটা সংস্কারের দাবিতে এবার আন্দোলনে নেমেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ সোমবার সকালে ক্লাস-পরীক্ষা বর্জন করে পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড়ে বিক্ষোভ করছে বিশ্ববিদ্যায়টির শিক্ষার্থীরা। এর ফলে গুলিস্তান থেকে সদরঘাট ও মাওয়া রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এসময় প্লাকার্ড নিয়ে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভকারীরা ‘বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘শেরে বাংলার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’ সহ বিভিন্ন শ্লোগান দেয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না বলে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান।
কোটা পদ্ধতি সংস্কারের দাবির জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক নয়ন বলেন, ‘দাবি আদায়ের জন্য আমরা আন্দালনে নেমেছি। দাবি আদায় না করা আন্দোলন চালিয়ে যাব।’ দাবি আদায়ের পক্ষে আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের সহিংসতা না করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, আমাদের কর্মসূচি অহিংস। কেউ সহিংসতা কবেন না। তাদের ‘শান্তিপূর্ণ’ কর্মসূচি সঠিকভাবে পালনে সহযোগিতা করার জন্য পুলিশের কাছে অনুরোধ জানান তিনি।
উল্লেখ্য, চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গতকাল বিকাল থেকে শাহবাগ এলাকা অবরোধ করে রাখে আন্দোলনরত শিক্ষার্থীরা। একপর্যায়ে রাত আটটার দিকে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। পুলিশের লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল এবং গুলিতে অর্ধশতাধিক আহত হয়েছেন।
বাংলা৭১নিউজ/জেএস