বুধবার, ২২ মে ২০২৪, ০৩:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
১৫৬ উপজেলায় ভোটগ্রহণ শেষ, চলছে গণনা মত প্রকাশের স্বাধীনতায় ১২৮তম বাংলাদেশ পানিতে ডুবে দুই সন্তানের মৃত্যু, শোকে বারবার মূর্ছা যাচ্ছেন মা ঘর পাচ্ছে আরও ২০ হাজার ভূমিহীন পরিবার বাংলাদেশে চালের উৎপাদন বেড়েছে চারগুণেরও বেশি বাজার মনিটরিংয়ের বিষয়টি আবার সচল করা হবে জামায়াত নেতা এটিএম আজহারের দুই বছরের কারাদণ্ড নিষেধাজ্ঞায় তাদের অপকর্ম থামেনি: ফখরুল ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা চট্টগ্রামে নির্বাচনে সংঘর্ষ, অতিরিক্ত পুলিশ মোতায়েন উপজেলা নির্বাচন : স্ট্রোক করে মারা গেছেন ১ ভোটার ও ১ আনসার ‘ভাইদের কোনো লাইসেন্স ছিল প্রমাণ দিতে পারলে শাস্তি মেনে নেব’ ভূতের গলিতে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু পুলিশি বাধায় বাংলাদেশ ব্যাংকের সামনে যেতে পারেনি গণসংহতির মিছিল ‘আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা নিয়ে আমার কোনো মন্তব্য নেই’ ভিসানী‌তির অধীনে সাবেক সেনাপ্রধানকে নিষেধাজ্ঞা দেয়নি যুক্তরাষ্ট্র কুড়িগ্রামে জাল ভোট দিতে গিয়ে আটক ১, ১৫ দিনের সাজা রাইসির হেলিকপ্টার বিধ্বস্তে মার্কিন ভূমিকার অভিযোগ অস্বীকার যুক্তরাষ্ট্রের গোটা বাংলাদেশ কাঁটাতারের বেড়ায় আটকে আছে : রিজভী শরীয়তপুরে চেয়ারম্যানপ্রার্থীর সমর্থকদের হামলায় ১০ সাংবাদিক আহত

স্বেচ্ছায় পদ ছাড়ছেন সম্রাট আকিহিতো

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০১৯
  • ৮০ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ডেস্ক: ঐতিহাসিক এক ঘটনা ঘটছে আজ জাপানে। ২০০ বছরের মধ্যে প্রথম কোনো সম্রাট সেখানে স্বেচ্ছায় সিংহাসন ছেড়ে দিচ্ছেন। বুধবার নতুন সম্রাট হিসেবে সিংহাসনে বসবেন তার পুত্র যুবরাজ নারুহিতো। সম্রাট আকিহিতোর পদত্যাগের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে টোকিওর ইমপেরিয়াল প্যালেসে। বয়স এবং স্বাস্থ্যগত কারণে সম্রাট হিসেবে নিজের ভূমিকা পরিপূর্ণভাবে পালন করতে অক্ষম বলে এর আগে জানান আকিহিত। ফলে ৮৫ বছর বয়সী এই সম্রাটকে সিংহাসন ছেড়ে দিতে বৈধ অনুমতি দেয়া হয়েছে।

জাপানে সম্রাট পড়ের রাজনৈতিক কোনো ক্ষমতা নেই। তবে এ পদটিকে জাতীয় প্রতীক হিসেবে দেখা হয়।

সম্রাট আকিহিতো ২০১৬ সালে ঘোষণা দেন, বয়সের কারণে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন না বলে তার শঙ্কা। তিনি সিংহাসন ছাড়ার আভাস দেন তখনই। স্বাস্থ্যগত কারণে তার এ সিদ্ধান্তকে সমর্থন করছেন বেশিরভাগ জাপানি।

এরপর দেশটির সংসদ একটি আইন পাস করে, যাতে তিনি সিংহাসন ত্যাগ করতে পারেন। রাজ প্রাসাদ মাৎসু-নো-মা রাজ্য কক্ষে এই অনুষ্ঠান হচ্ছে। তবে এর বেশিরভাগ আয়োজনই থাকবে লোকচক্ষুর আড়ালে।

স্থানীয় সময় বিকেল পাঁচটায় আয়োজন শুরু হওয়ার কথা। এ সময় সম্রাট আকিহিতো এবং সম্রাজ্ঞী মিচিকো কক্ষে প্রবেশ করবেন। অনুষ্ঠানস্থলে তখন উপস্থিত থাকবেন প্রায় ৩৩০ অতিথি।  ১০ মিনিট ধরে চলার কথা এই অনুষ্ঠান। সম্রাট হিসেবে আকিহিতোর শেষ বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হবে।

বুধবার সকালে যুবরাজ নারুহিতো সম্রাট হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন। জাপানের ১২৬তম সম্রাট হতে যাচ্ছেন যুবরাজ নারুহিতো। তিনি জাপানকে ‘রেইওয়া’ যুগে নিয়ে যাবেন। ৫৯ বছর বয়সী নারুহিতো পড়াশোনা করেছেন অক্সফোর্ডে। ১৯৮৬ সালে একটি চায়ের আসরে রাজকুমারী মাসাকো ওয়াডার সঙ্গে তার পরিচয় হয়। ১৯৯৩ সালে তারা বিয়ে করেন।
এই দম্পতির একমাত্র সন্তান প্রিন্সেস আইকোর জন্ম হয় ২০০১ সালে। যদিও জাপানের বর্তমান আইন অনুযায়ী কোন নারী সিংহাসনে বসতে পারেন না। যে কারণে প্রিন্সেস আইকো সিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী নন।

যুবরাজ নারুহিতোর পর উত্তরাধিকারীর তালিকায় রয়েছেন তার ভাই প্রিন্স ফুমিহিতো। এরপরে রয়েছেন ফুমিহিতোর সন্তান ১২ বছরের হিসাহিতো।

বাংলা৭১নিউজ/এস.এম

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com