বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিসিএসে বাদ পড়া ২২৭ জনের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন রাশিয়ায় বিমানবাহিনীর তেলের ডিপোয় ইউক্রেনের হামলা হাইভোল্টেজ ম্যাচে টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে পাঠালো রংপুর ট্রাইব্যুনালে ২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের অভিযোগ বিএনপির চালের দাম বাড়ায় মানুষের কষ্ট হচ্ছে, এটা সাময়িক: শেখ বশিরউদ্দীন অনির্দিষ্টকালের জন্য রেস্তোরাঁ বন্ধের হুমকি মালিকদের দেশে তিনদিন কম থাকবে গ্যাসের চাপ আদালতের নথির বস্তা মিলল ভাঙারির দোকানে, চা বিক্রেতা আটক মন্দিরে ঢোকার ফ্রি টোকেন পেতে হুড়োহুড়ি, ভারতে পদদলিত হয়ে নিহত ৬ ‘লন্ডন ক্লিনিকে’ ভর্তি খালেদা জিয়া টিউলিপের উচিত এখন দায়িত্ব থেকে সরে দাঁড়ানো: দ্য টাইমস বকশীবাজারে অস্থায়ী আদালতের এজলাস কক্ষে আগুন জামায়াত নেতা আজহারের মৃত্যুদণ্ডের রিভিউ শুনানি ২৩ জানুয়ারি এস আলমের দুই ছেলেসহ ৫৪ জনের নামে মামলা মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশিসহ ১৫৩ অভিবাসী আটক একদিনে ৫ ডিগ্রি তাপমাত্রা কমে শৈত্যপ্রবাহের কবলে চুয়াডাঙ্গা সরকারের সংস্কার এজেন্ডাকে সমর্থন করে ইআইবি সাকিব বোলিং পরীক্ষায় ফেল, বিষয়টা ‘ভেরি শকিং’ বকশীবাজারে সড়কে শিক্ষার্থীরা, ঘটনাস্থলে সেনাবাহিনী গাজায় বর্বর হত্যাযজ্ঞ চলছেই, নিহত আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি

স্বামীকে শ্রদ্ধা জানাতে সেনাবাহিনীতে যোগ দিচ্ছেন শহিদ মেজরের স্ত্রী

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৯
  • ১২১ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ডেস্ক: দেশের নিরাপত্তা রক্ষার কাজে শহিদ হওয়া স্বামীকে শ্রদ্ধা জানাতে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিচ্ছেন প্রয়াত মেজরের স্ত্রী। কফিনবন্দি স্বামীর শেষযাত্রার সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাই শত বাধাবিপত্তি আসা সত্ত্বেও নিজের লক্ষ্য থেকে একচুলও সরেননি ৩২ বছরের গৌরী মহাদিক।

২০১৭ সালের ডিসেম্বর মাসে অরুণাচল প্রদেশের তাওয়াং-এর ইন্দো-চিন সীমান্ত ডিউটি করার সময় শহিদ হন মুম্বইয়ের ভিরারের বাসিন্দা ভারতীয় সেনার মেজর প্রসাদ মহাদিক। তারপর থেকে কোনওমতে সন্তান ও পরিবারের অন্য সদস্যদের নিয়ে স্বামীর পেনশনে দিন কাটাচ্ছিলেন। মানসিক ভাবে ভেঙে পড়লেও মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন স্বামীর মতো সেনাতেই যোগ দেবেন। তাই স্বামীকে দেওয়া প্রতিশ্রুতি রাখতে সন্তানের দেখাশোনা করার পাশাপাশি চেন্নাইয়ের একটি ট্রেনিং সেন্টারে শুরু করেন পড়াশোনা৷ এরপর গত বছর সার্ভিস সিলেকশন বোর্ড (এসএসবি)-র পরীক্ষায় পাশ করেন প্রথম হয়ে।

গৌরী জানিয়েছেন, শহিদদের স্ত্রীদের সেনাবাহিনীতে যোগদান করানোর জন্যই আয়োজন করা হয় এসএসবি পরীক্ষার৷ সেই পরীক্ষাতেই প্রথম স্থান দখল করেন তিনি৷ এপ্রিল মাস থেকে শুরু হতে চলা চেন্নাইয়ের অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমি (ওটিএ)-তে ট্রেনিং শেষের পর ২০২০ সালের প্রথমদিকে নন-টেকনিক্যাল বিভাগে লেফটেন্যান্ট পদে যোগ দেবেন গৌরী। তিনি ছাড়াও কর্ণাটকের বেঙ্গালুরু, উত্তরপ্রদেশের এলাহাবাদ এবং মধ্যপ্রদেশের ভোপাল থেকে মোট ১৬ জন পরীক্ষার্থী এসএসবি পরীক্ষায় পাশ করেছেন। এপ্রিল মাস থেকে তাঁদের ৪৯ সপ্তাহের ট্রেনিং হবে।

২০১৫ সালে প্রসাদের সঙ্গে সঙ্গে বিয়ে হয়েছিল গৌরীর৷ তখন মুম্বইয়ের একটি ল ফার্মে চাকরি করতেন গৌরী৷ কিন্তু, ২০১৭ সালের ডিসেম্বর মাসে স্বামী শহিদ হওয়ার পর সেই চাকরি ছেড়ে দেন। তারপর থেকে স্বপ্ন ছিল, ভারতীয় সেনায় যোগদান৷ আজ সেই স্বপ্নপূরণের দিকে একলক্ষ্যে এগিয়ে চলেছেন তিনি।

বাংলা৭১নিউজ/সূত্র: সংবাদ প্রতিদিন অনলাইন

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com