মঙ্গলবার, ২৮ মে ২০২৪, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
হঠাৎ বন্যার ঝুঁকিতে যে ৬ জেলা সীমার চেয়ে ৩০ গুণ বেশি ইউরেনিয়াম মজুত করেছে ইরান সম্পর্ক পরবর্তী স্তরে উন্নীত করতে চায় বাংলাদেশ-নেদারল্যান্ডস পাকিস্তানে তাপমাত্রা ছাড়ালো ৫২ ডিগ্রি সেলসিয়াস সাবেক আইজিপি বেনজীরকে দুদকে তলব ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট ২ জুন থেকে ইন্টারন্যাশনাল টেলি অ্যাওয়ার্ড জিতল সিসিমপুর ফিলিস্তিনকে স্বীকৃতি দিলো স্পেন শিশু ধর্ষণ মামলায় যুবককে আমৃত্যু কারাদণ্ড বাংলাদেশে ব্যবসা করতে চায় অ্যামাজন-বোয়িংয়ের মতো অনেক প্রতিষ্ঠান অবৈধ বিদেশিদের বিষয়ে তদন্ত করতে আইজিপিকে নির্দেশ হাইকোর্টের বাঘাইছড়িতে পাহাড় ধস, নিম্নাঞ্চল প্লাবিত ঝড়ে ভেঙে পড়া গাছ সরাতে গিয়ে প্রাণ গেলো ইউপি সদস্যের মেঘনার তীররক্ষা বাঁধে ধস, মেরামতে নৌপুলিশ দেহাংশ খুঁজতে ভাঙা হবে সঞ্জীবা গার্ডেনসের স্যুয়ারেজ লাইন আজিজ-বেনজীর ইস্যুতে সরকার বিব্রত নয়: কাদের ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীদের দমন করবেন ট্রাম্প ১১ প্রকল্প অনুমোদন কর্ণফুলীতে হবে তীর সংরক্ষণ, নওগাঁয় আধুনিক সাইলো ‘১০ বছ‌রে ১৮১ সরকা‌রি কর্মকর্তার শা‌স্তি, ১৭০ জনকে অব্যাহতি’ রাষ্ট্রপতির কাছে তিন অনাবাসিক রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

স্বর্ণপাম জিতল ‘দ্য স্কয়ার’

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ২৯ মে, ২০১৭
  • ৯৩ বার পড়া হয়েছে
পুরস্কার হাতে দ্য স্কয়ার পরিচালক রুবেন অস্টলুন্ড

বাংলা৭১নিউজ, ডেস্ক: বিদ্রুপও যে ভারী শিল্প হতে পারে, তা দেখালেন সুইডিশ পরিচালক রুবেন অস্টলুন্ড।

তিনি ‘দ্য স্কয়ার’ ছবির মাধ্যমে প্রথমবার চলচ্চিত্র জগতের সবচেয়ে মর্যাদার উৎসব কানের স্বর্ণপাম জিতে নিয়েছেন।

রোববার ফ্রান্সের স্থানীয় সময় রাত ৮টার দিকে কানের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

সবাইকে চমকে দিয়ে সেরা পুরস্কার স্বর্ণপাম জিতে নেন দ্য স্কয়ার। প্রতিযোগিতায় বিশ্ব বিখ্যাতদের ১৯টি ছবিকে পেছনে ফেলে দ্য স্কয়ার।

একটি মডার্ন আর্ট মিউজিয়ামের কিউরেটরকে নিয়ে দ্য স্কয়ারের গল্প। স্কয়ার নামের এমন একটি শহরকে দেখানো হয়েছে, যেখানে আইন-কানুনের কোনো বালাই নেই। যে যার মতো যা খুশি তা করতে পারেন।

download (1)

পরিচালক রুবেন অস্টলুন্ডের হাতে স্বর্ণপাম তুলে দেন ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনোশ ও প্রতিযোগিতা বিভাগের বিচারকদের সভাপতি স্প্যানিশ নির্মাতা পেদ্রো আলমোদোভার।

এবারের আসরে ব্রিটিশ ছবি ‘ইউ ওয়্যার রিয়েলি নেভার হিয়ার’ দুটি পুরস্কার পেয়েছে। ছবিতে যুদ্ধ সম্পর্কে অভিজ্ঞ এক ব্যক্তির ভূমিকায় অভিনয় করে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন মার্কিন তারকা জোয়াক্যু ফিনিক্স।

মার্কিন লেখক জোনাথন অ্যামসের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘ইউ ওয়্যার রিয়েলি নেভার হিয়ার’র জন্য সেরা চিত্রনাট্যকার হয়েছেন ছবিটির পরিচালক লিন রামসে।

অবশ্য তার সঙ্গে এটি ভাগাভাগি করেছেন গ্রিক নির্মাতা ইওর্গস লানতিমস। তার পরিচালিত ‘দ্য কিলিং অব দ্য স্যাক্রেড ডিয়ার’র অস্ট্রেলীয় অভিনেত্রী নিকোল কিডম্যান পেয়েছেন কানের ৭০তম বার্ষিকী পুরস্কার।

কিডম্যানের আরেক ছবি ‘দ্য বিগাইল্ড’র জন্য সেরা পরিচালক হয়েছেন মার্কিন নারী নির্মাতা সোফিয়া কপোলা।

জার্মান তারকা ডায়েন ক্রুজার হয়েছেন সেরা অভিনেত্রী। ফাতি আকিনের ‘ইন দ্য ফেড’ ছবিতে বোমা হামলায় স্বামী ও সন্তান হারানোর পর প্রতিশোধ নিতে মরিয়া এক বলিষ্ঠ নারীর ভূমিকায় দুর্দান্ত অভিনয় করেছেন তিনি।

উৎসবের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার গ্রাঁ প্রিঁ পেয়েছে মরক্কো বংশোদ্ভূত ফরাসি নির্মাতা রবিন ক্যাম্পিলোর এইডস বিষয়ক ছবি ‘১২০ বিটস পার মিনিট’।

স্বর্ণপামের জন্য ফেভারিট ভাবা আন্দ্রেই জিয়াগিন্তসভ পরিচালিত রুশ ছবি ‘লাভলেস’ পেয়েছে জুরি প্রাইজ।

সেরা স্বল্পদৈর্ঘ্য ছবির স্বর্ণপাম জিতেছে কিয়াই ইউ ইয়াং পরিচালিত ১৫ মিনিট ব্যাপ্তির চীনা ছবি ‘অ্যা জেন্টেল নাইট’।

এতে চীনের নামহীন ছোট্ট শহরে এক রাতে নিখোঁজ মেয়েকে খুঁজে বেড়ানো এক মায়ের আপ্রাণ চেষ্টার চিত্র দেখানো হয়েছে।

দু’বার স্বর্ণপাম জয়ী মাইকেল হানেকি পরিচালিত ‘হ্যাপি এন্ড’ এবার আসর থেকে ফিরেছে শূন্য হাতে।

একনজরে কান পুরস্কার ২০১৭
পাম দ’অর: দ্য স্কয়ার (রুবেন অস্টলুন্ড, সুইডেন)
গ্র্যাঁ প্রিঁ: ১২০ বিটস পার মিনিট (রবিন ক্যাম্পিলো, ফ্রান্স)
জুরি প্রাইজ: লাভলেস (আন্দ্রেই জিয়াগিন্তসভ, রাশিয়া)
সেরা অভিনেতা: জোয়াক্যু ফিনিক্স (ইউ ওয়্যার নেভার রিয়েলি হিয়ার, ব্রিটেন)
সেরা অভিনেত্রী: ডায়েন ক্রুজার (ইন দ্য ফেড, জার্মানি)
সেরা পরিচালক: সোফিয়া কপোলা (দ্য বিগাইল্ড)
সেরা চিত্রনাট্যকার (যৌথভাবে): লিন রামসে (ইউ ওয়্যার নেভার রিয়েলি হিয়ার) এবং গ্রিসের ইওর্গস লানতিমস (দ্য কিলিং অব দ্য স্যাক্রেড ডিয়ার)
ক্যামেরা দ’অর : লিওনর সেরাইল (ইয়াং ওম্যান, ফ্রান্স)
সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: অ্যা জেন্টেল নাইট (কিয়াই ইউ ইয়াং, চীন)
৭০তম বার্ষিকী পুরস্কার: নিকোল কিডম্যান

বাংলা৭১নিউজ/এন

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com