বাংলা৭১নিউজ,গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে একটি স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।
আজ বিকেল সাড়ে চারটার দিকে আগুনের সূত্রপাত হয়। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায় নি।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
উত্তরা ফায়ার সার্ভিসের ফায়ারম্যান রোমেল বলেন, টঙ্গী ফায়ার সার্ভিস থেকে তিনটি ও উত্তরা ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গেছে। আশপাশে থাকা আরও কয়েকটা স্টেশনকে খবর দেয়া হয়েছে, তারা ঘটনাস্থলে যাচ্ছে।
বাংলা৭১নিউজ/সি এইস