বুধবার, ০২ অক্টোবর ২০২৪, ০২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ইমিগ্রেশন পার হননি, অবৈধ পথে ভারত পালিয়েছেন আসাদুজ্জামান ঝোড়ো হাওয়ার আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত পরিস্থিতি মনিটর করছি, আশা করছি সবাই শান্ত হবে: শ্রম সচিব ক্ষেপণাস্ত্র হামলার আগে ইসরায়েলে ভয়াবহ বন্দুক হামলা, নিহত ৮ জিবুতি উপকূলে অভিবাসনপ্রত্যাশীবাহী নৌকা ডুবে নিহত ৪৫ বিস্ফোরক মামলায় খালাস পেলেন মির্জা ফখরুলসহ বিএনপির ৮ নেতা কলেজ ছাত্রকে হাত-পা বেঁধে ছাদ থেকে ফেলে হত্যা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী তিন যুবলীগ নেতা গ্রেফতার ছয় সংস্কার কমিশনের রিপোর্টের পর নির্বাচনের রোডম্যাপ ইসরায়েলের বিমানঘাঁটিতে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র লেবানন থেকে দেশে ফেরার আকুতি বাংলাদেশিদের ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে তিতাসের প্রি-পেইড রিচার্জ সেবা আশুলিয়ায় সড়ক আটকে শ্রমিকদের বিক্ষোভ, যানজট অক্টোবর মাসের এলপিজির দাম নিয়ে সিদ্ধান্ত বিকেলে ইসরায়েলে হামলার পর ইরান, গাজা, লেবানন ও ইরাকে উৎসব সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ গ্রেফতার ৩ বিমসটেক সম্মেলনে মোদির সঙ্গে সাক্ষাৎ হতে পারে ড. ইউনূসের দক্ষিণ সিটিতেও নাগরিক সনদ দেবেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা ‘থ্রি ইডিয়টসের’ বাস্তব ফুংসুখ ওয়াংড়ুকে আটক করলো পুলিশ মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত

স্থায়ী বাঁধের দাবিতে সড়ক অবরোধ

টাঙ্গাইলর প্রতিনিধি:
  • আপলোড সময় সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ১৩ বার পড়া হয়েছে

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে যমুনা নদীতে গত কয়েক সপ্তাহ ধরে আশঙ্কাজনক হারে পানি বাড়ার ফলে টাঙ্গাইলের ভূঞাপুরে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। এতে বসতভিটা, ফসলি জমি, মসজিদ, মন্দির ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হচ্ছে। ভাঙনরোধে ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা।

সোমবার (১০ জুলাই) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু পূর্ব-ভূঞাপুর-এলেঙ্গা আঞ্চলিক মহাসড়কের নিকরাইল ইউনিয়নের মাটিকাটা বাসস্ট্যান্ড মোড়ে সড়ক অবরোধ করেন ভাঙনের শিকার শত শত পরিবার। পরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধ এলাকাবাসী।

স্থায়ী বাঁধের দাবিতে সড়ক অবরোধ

এর আগে বেলা ১১টার দিকে নিকরাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মণ্ডল ও স্থানীয় কয়েকটি এলাকার ইউপি মেম্বাররা মানববন্ধনে উপস্থিত হন। পরে সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলাল হোসেন। তিনি ভাঙনকবলিত এলাকায় দ্রুততম সময়ের মধ্যে জিও ব্যাগ ফেলার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন স্থানীয়রা।

ভুক্তভোগী সোনা মণ্ডল ও শফিকুল বলেন, প্রায় একমাস ধরে এ এলাকায় ভাঙন তীব্র আকার ধারণ করেছে। ভাঙনে আমাদের বসতভিটা ও ফসলি জমি নদীতে বিলীন হয়েছে। এলাকার অসংখ্য পরিবার এখন মানবেতর জীবনযাপন করছে।

স্থায়ী বাঁধের দাবিতে সড়ক অবরোধ

তারা আরও বলেন, প্রভাবশালী ব্যক্তিরা নিজ নিজ বাড়ি রক্ষায় তদবির করে জিও ব্যাগ ফেলছেন। এ নিয়ে কিছু বলাও যায় না। ভাঙনরোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানাই।

নিকরাইল পরিষদের ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মণ্ডল বলেন, প্রতিবছর পাটিতাপাড়া, মাটিকাটা, কোনাবাড়ি, পলশিয়া, দোভায়াসহ বেশ কয়েকটি এলাকায় তীব্র ভাঙন দেখা যায়। এবারও ব্যাপক হারে নদীর তীর ভাঙছে। এরই মধ্যে অসংখ্য ঘরবাড়ি নদীগর্ভে চলে গেছে। ভাঙনরোধে দ্রুততম সময়ে স্থায়ী বাঁধ নির্মাণ করা না হলে অচিরেই নদীপাড়ের গ্রামগুলো বিলীন হয়ে যাবে।

এ বিষয়ে ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলাল হোসেন বলেন, যারা বসতভিটা হারিয়েছেন তাদের তালিকা করে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। বিষয়টি জেলা পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএইচবি

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com