বাংলা৭১নিউজ, কক্সবাজার ব্যিরো : স্ত্রীর পরকিয়ায় বাধা দেয়ায় শ্বশুর পক্ষের পিটুনীতে প্রাণ হারাল সনামী আবুল হাশেম।
জানাগেছে, আবুল হাশেমের স্ত্রী আকলিমা টেকনাফ শাপলাপুর রোহিঙ্গা ক্যাম্পে এসিএফ নামের একটি এনজিওতে চাকরী করত। এই সুবাদে অপর এক যুবকের সাথে আকলিমার পরকিয়া সম্পর্ক গড়ে উঠে।
বিষয়টি স্বামী আবুল হাশেম জানতে পেরে আকলিমাক বার বার বারন করলেও কোন কাজ হয়নি।
অভিযোগ পাওয়াগেছে, সোমবার রাতে আকলিমার বাপের বাড়ি উখিয়ার বালুখালীতে আবু হহাশেমকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়।
নিহত আবুল হাশেমের বাড়ি একই উপজেলার রত্মাপালং তেলিপাড়া গ্রামে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে বলে জানাগেছে।
বাংলা৭১নিউজ/জেএস