আবারও অসুস্থবোধ করায় হাসপাতালে ভর্তি করা হয় সৌরভ গাঙ্গুলিকে। শুধু তাই নয়, সৌরভের হার্টে আরও দুটি স্টেন্টও বসানো হয়েছে। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠির উপস্থিতিতেই এনজিওপ্লাস্টির পর স্টেন্ট বা রিং বসানো হয়।
ইসিজিসহ প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পর সিদ্ধান্ত নেওয়া হয় স্টেন্ট বসানোর। অস্ত্রোপচারের পর ডাক্তারদের পূর্ণ পর্যবেক্ষণে রয়েছেন বিসিসিআইয়ের সভাপতি।
এদিকে সৌরভকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ ছাড়া সৌরভের দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেন রাজ্যপাল জগদীপ ধনখড়।
এর আগে চলতি বছরের ২ জানুয়ারি নিজ বাড়িতে জিমে ব্যায়াম করার সময় বুকে ব্যথা অনুভব করেন তিনি। এরপর তাকে ভর্তি করা হয় উডল্যান্ড হাসপাতালে। পরে, সেখানে সৌরভের হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। সে সময় একটিতে স্টেন্ট বসান চিকিৎসকরা।
আগামী এক বছর কলকাতার প্রিন্সখ্যাত সৌরভ গাঙ্গুলিকে নিয়ন্ত্রিত জীবনযাপন করতে হবে বলেও জানান চিকিৎসকরা।
বাংলা৭১নিউজ/এমকে