বাংলা৭১নিউজ, ডেস্ক: সোমবার শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশসমূহে এবার ৩০টি রোজা হচ্ছে। সে হিসাবে ঈদুল ফিতর উদযাপিত হবে আগামীকাল বুধবার।
গালফ নিউজের খবরে বলা হয়েছে, সোমবার শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এ কারণে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে আগামীকাল বুধবার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।
কুয়েতের আইন মন্ত্রণালয়ের চাঁদ দেখা কমিটি সোমবার এক ঘোষণায় জানিয়েছে, সোমবার চাঁদ দেখা যায়নি। ফলে মঙ্গলবার রমজান মাসের শেষ দিন এবং বুধবার থেকে শাওয়াল মাস গণনা শুরু হবে।
এদিকে মধ্যপ্রাচ্য ছাড়াও মিশর, পাকিস্তান, ভারত, মালয়েশিয়ায়, অস্ট্রেলিয়া, উত্তর আমেরিকার দেশসমূহে বুধবার ঈদ উদযাপিত হবে।
তবে তুরস্ক মঙ্গলবার ঈদ উদযাপন করছে। জার্মান, মৌরিতানিয়াও একই দিনে ঈদ পালিত হচ্ছে।
বাংলাদেশে সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের একদিন পর ঈদ উদযাপিত হয়। রমজানও সৌদি আরবের একদিন পরই শুরু হয়েছিল।
সে হিসাবে সৌদি আরবে বুধবার ঈদ উদযাপিত হওয়ায় বাংলাদেশে বৃহস্পতিবার (৭ জুলাই) ঈদ হওয়ার সম্ভাবনাই বেশি। তবে মঙ্গলবার সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। এদিন চাঁদ দেখা না গেলে বৃহস্পতিবার ঈদুল ফিতর উদযাপিত হবে বাংলাদেশে।
বাংলা৭১নিউজ/সিএইস