বাংলা৭১নিউজ, ঢাকা: আগামী ৯ জানুয়ারি সোমবার বিকেল সাড়ে ৪টায় জীবনানন্দ দাশ পাণ্ডুলিপি পুরস্কার ১৪২২ প্রদান করা হবে। জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী মিলনায়তনে তরুণ কবি রাসেল রায়হানকে এ পুরস্কার প্রদান করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী। প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফের সঞ্চালনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কথাসাহিত্যিক ফারুক মঈনউদ্দীন।
কবি রাসেল রায়হান তার ‘বিব্রত ময়ূর’ পাণ্ডুলিপির জন্য এ পুরস্কার লাভ করেন। তার প্রথম কাব্যগ্রন্থ ‘সুখী ধনুর্বিদ’ পাঠকের কাছে ব্যাপক সমাদৃত হয়েছে।
বাংলা৭১নিউজ/এম