বাংলা৭১নিউজ, ঢাকা: সিলেটে ছাত্রলীগ নেতা বদরুল আলমের হামলায় মারাত্মক আহত খাদিজা বেগম নার্গিসের হাতে অস্ত্রোপচারের প্রস্তুতি নিচ্ছেন চিকিৎসকরা। সোমবার খাদিজার হাতে অস্ত্রোপচার হতে পারে।
আজ বিষয়টি নিশ্চিত করেছেন স্কয়ার হাসপাতালের মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার বিভাগের সহযোগী পরিচালক ডা. মির্জা নাজিম উদ্দিন।
তিনি বলেন, আঘাত ঠেকানোর সময় খাদিজার হাতের ‘মাসল চেইন’ কেটে গেছে। এই অস্ত্রোপচারে ঝুঁকি নেই। তবে অস্ত্রোপচার সফল হবে এমন নিশ্চয়তা দেয়া যাবে না। অস্ত্রোপচার হাতে হলেও তাকে লাইফ সাপোর্টে রাখতে হবে।
এদিকে ফের লাইফ সাপোর্টে রাখা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নার্গিসের মামা আব্দুল বাসেত। তিনি বলেন, যেহেতু হাতে অপারেশন করতে হলে আবার লাইফ সাপোর্টে নিতে হবে তাই আমরা শংকিত।
প্রসঙ্গত, গত ৩ অক্টোবর সিলেটের এমসি কলেজ কেন্দ্রে পরীক্ষা শেষে বের হয়ে হামলার শিকার হন সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজা।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায় খাদিজাকে। প্রথমে খাদিজাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। ৪ অক্টোবর বিকালে খাদিজার অস্ত্রোপচার হয়। তখন থেকেই লাইফ সাপোর্টে ছিলেন খাদিজা।
ধীরে ধীরে অবস্থার উন্নতি হওয়ায় গত বৃহস্পতিবার তাকে লাইফ সাপোর্ট থেকে বাইরে আনা হয়।
বাংলা৭১নিউজ/এম