বাংলা৭১নিউজ, বেনাপোল প্রতিনিধি: ভারতে পাচারকালে বেনাপোল’র আমড়াখালি এলাকা থেকে ৪শ ৫০ গ্রাম সোনার চেইন ২ হাজার ৬৩০ ভারতীয় রুপি ও ২০ লাখ সহ ২ ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। সোনার চেইন’র ওপর ব্রোঞ্জের প্রলেপ দিয়ে অভিনব কায়দায় সোনার চেইন পাচার করা হচ্ছিল।
আটক ভারতীয় নাগরিকরা হচ্ছে সূদির চাও (৩৫) ও সদা নন্দ (২৭) আটক সূদির চাও ভারতের কোলকাতার সোনাপুর জগতিপোতা এলাকার হীরা চাও এর ছেলে এবং সদা নন্দ ভারতের হাওড়া বসুবো এলাকার রাম প্রসাদরামের ছেলে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে: কর্নেল আরিফুল হক জানান,শুক্রবার দুপুরে বেনাপোল চেকপোষ্টে দিয়ে ্বিপুল পরিমান সোনা পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা আমড়াখালি এলাকায় অভিযান চালিয়ে সন্দেহ ভাজন দুই ভারতীয় নাগরিককে আটক করেন। পরে তাদের দেহ তল্লাশী করে ৪শ ৫০ গ্রাম সোনার চেইন ও ২ হাজার ৬৩০ ভারতীয় রুপি সহ ২০ লাখ টাকা জব্দ করা হয়।
আটক দুই সোনা পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় একটি মামলা হযেছে বেনাপোল পোর্ট থানায়।
বাংলা৭১নিউজ/জেএস