অবশেষে নির্ধারিত সময়ের একদিন পর শিরি বিবাস নামের এক ইসরায়েলি নারীর মৃতদেহ হস্তান্তর করেছে ফিলিস্তিনি সশস্ত্রগোষ্ঠী হামাস। গত বৃহস্পতিবার হামাস যে চারটি মরদেহ দেয়, তার মধ্যে শিরির মৃতদেহ ছিল না। এ নিয়ে ইসরায়েল ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়- এমনকী শিরির মরদেহ নিয়ে উত্তেজনায় টলতে থাকা যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার শঙ্কা সৃষ্টি হয়েছিল।
এই পরিস্থিতিতে শুক্রবার রাতে আরেকটি মরদেহ রেড ক্রসের মাধ্যমে ইসরায়েলে পাঠিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। পরীক্ষা-নিরীক্ষার পর জানা গেছে, সেই মরদেহটি শিরি বিবাসের। ইসরায়েলি নারীর পরিবারও বিষয়টি নিশ্চিত করেছে।
হামাস জানায়, ইসরায়েলি বিমান হামলায় একাধিক জিম্মির সঙ্গে নিহত হয়েছিলেন শিরি। তার দেহাবশেষ অন্যদের সঙ্গে মিশে গেছে। শুক্রবার মরদেহ হস্তান্তরের পর হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইম জিম্মির মরদেহ হস্তান্তরে গড়বড় হওয়ার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, ‘দুর্ভাগ্যজনক ভুল’ হতেই পারে, বিশেষত যেহেতু ইসরাইলি বোমা হামলায় ইসরাইলি বন্দি ও ফিলিস্তিনিদের মরদেহ মিশে গিয়েছিল, হাজার হাজার মরদেহ এখনও মাটির নিচে চাপা পড়ে আছে।
বাংলা৭১নিউজ/এসএকে