বাংলা৭১নিউজ, ঢাকা: নির্বাচন কমিশনের প্রতিটি সিদ্ধান্তে সরকারের ইচ্ছেই প্রতিফলিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। তাই, আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না বলে তিনি আশঙ্কার কথা জানান।
আজ শনিবার রাজধানীর পুরানা পল্টনের মুক্তিভবনে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সেলিম এসব কথা বলেন। এর আগে তিনি নির্বাচনে চূড়ান্ত দলীয় ৭৪ জন প্রার্থীর নাম ঘোষণা করেন। এই মনোনীত প্রার্থীরা কাস্তে মার্কায় নির্বাচন করবে বলেও তিনি জানান।
নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব করছে অভিযোগ করে মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘পক্ষপাতিত্ব করছে এবং সরকারের ইচ্ছের প্রতিফলন ঘটছে তার প্রতিটা সিদ্ধান্তের ভিতর দিয়ে। দ্বিতীয়ত, সে দক্ষভাবে তার দায়িত্ব পালন করতে পারছে না। এখানে স্ববিরোধিতা পদে পদে আমরা দেখতে পাচ্ছি।’ সূত্র: এনটিভি অনলাইন।
বাংলা৭১নিউজ/জেএস