বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গাজায় ইসরায়েলি হামলায় ৫ সাংবাদিক নিহত শনিবারেও খোলা থাকবে বিআরটিএ অফিস সচিবালয়ের অগ্নিকাণ্ড ‘পরিকল্পিত’ মনে হচ্ছে নৌবাহিনী কর্মকর্তার ‘নয়া দামান’খ্যাত তসিবা এবার গাইলেন ‘নয়া বাতাস’ রাখাইনে রোহিঙ্গাদের ওপর বেশি নির্যাতন করে আরাকান আর্মি গাজীপুরের চন্দ্রায় মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ রাতে ফোন পেয়ে বের হন বাবু, সকালে মিলল মরদেহ বিদ্যুৎ বিচ্ছিন্ন সচিবালয়, বন্ধ দাপ্তরিক কাজ সচিবালয়ে লাগা আগুনের কারণ খুঁজতে কমিটি গঠন হাসিনার দালালরা অপকর্মের ফাইল পুড়িয়ে দিল: সারজিস ৪০ কোটির মধ্যে ৩০ কোটি বই ছাপানো বাকি কর্ণফুলীতে ভেসে উঠলো নিখোঁজ দুই পর্যটকের মরদেহ ফায়ার সার্ভিস কর্মীকে চাপা দেওয়া ট্রাকচালক ধরা পড়ল শিক্ষার্থীদের হাতে সিরিয়ায় আসাদপন্থিদের ‘অতর্কিত হামলায়’ ১৪ নিরাপত্তা সদস্য নিহত ক্ষতিগ্রস্ত ভবনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কর্মকর্তা-কর্মচারীদের সচিবালয় এলাকায় নিরাপত্তা জোরদার, দুই প্লাটুন বিজিবি মোতায়েন আট-নয় তলার নথিপত্র সব পুড়ে গেছে বলে ধারণা ফায়ার ডিজির পঞ্চগড়ে বইছে শৈত্যপ্রবাহ ভারতের মহারাষ্ট্রে ১৭ বাংলাদেশি গ্রেপ্তার অন্তর্বর্তী সরকারের উদারতা জাতিকে অনন্তকাল ভোগাবে : হাসনাত আব্দুল্লাহ

সুন্দরবনে ৫ দিনের ব্যবধানে আবার আগুন

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ১৮ এপ্রিল, ২০১৬
  • ১৭৩ বার পড়া হয়েছে

পূর্ব সুন্দরবনের ধানসাগর স্টেশনের নাংলী ক্যাম্পের আবদুল্লাহর টিলা এলাকায় আবার আগুন লেগেছে। আজ সোমবার সকাল ৯টার দিকে আগুন লাগে। বন বিভাগ ও ফায়ার সার্ভিসের কর্মী এবং স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। এ নিয়ে পাঁচ দিনের ব্যবধানে একই স্থানে আগুন লাগার ঘটনা ঘটল।

বন বিভাগ বলছে, আগুন এমনিতেই লাগেনি, দুর্বৃত্তরা লাগিয়েছে। এর আগেও গত ১৩ এপ্রিল এবং ২৭ মার্চ একই এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গত ১৩ এপ্রিলের আগুন লাগার বিষয়টি পরিকল্পিত ছিল বলেই ৬ জনকে অভিযুক্ত করে গতকাল রোববার আদালতে বন আইনে মামলা করে বন বিভাগ। বন বিভাগ প্রাথমিকভাবে ধারণা করছে, যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তারা ও তাদের সহযোগীরা ক্ষিপ্ত হয়ে পুনরায় এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা সাইদুল ইসলাম প্রথম আলোকে বলেন, আজ সকাল ৯টার দিকে নাংলী ক্যাম্পের আবদুল্লাহ টিলা এলাকায় আগুন লাগার ঘটনার কথা আমরা জানতে পারি। আগুন নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যে ঘটনাস্থলে বিপুলসংখ্যক বন প্রহরী ও ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
সাইদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, ১৩ এপ্রিলের অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রোববার যাদের অভিযুক্ত করে আদালতে মামলা করা হয়েছে, তারা ও তাদের সহযোগীরা ক্ষিপ্ত হয়েই আবার এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। আগুন লাগার প্রকৃত কারণ ও ঘটনা উদঘাটনে তদন্তে কমিটি গঠনসহ অবস্থা বুঝে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

গত ১৩ এপ্রিল ও ২৭ মার্চ একই এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ১৩ এপ্রিল অগ্নিকাণ্ডে প্রায় সাড়ে আট একর বনভূমি পুড়ে যায়। বনজ সম্পদ ও পরিবেশের ক্ষতি হয় প্রায় ৭ লক্ষাধিক টাকার মতো।
এর আগে ২০১৪ সালের ২২ মে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের ঘুলিসাখালী ক্যাম্পসংলগ্ন বাইশের চিলা ও পঁয়ষট্টি চিলার মাঝামাঝি বনের প্রায় এক একর এলাকাজুড়ে থাকা বলা্বাগানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তিন দিন চেষ্টা চালানোর পর বনের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছিল।

এক পরিসংখ্যানে দেখা গেছে, ২০০০ সালে পূর্ব সুন্দরবন বিভাগ গঠনের পর থেকে এই এলাকায় অন্তত ২০টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৬০ একরেরও বেশি বনাঞ্চল পুড়ে যায়। তবে বেসরকারি হিসাবে ক্ষতিগ্রস্ত এলাকার পরিমাণ আরও অনেক বেশি। এর মধ্যে শুধু চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন এলাকায় অন্তত ১৪টি আগুন লাগার ঘটনা ঘটেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com