পাহাড়ি ঢলে দেশের উত্তর-পূর্বের তিন জেলায় তলিয়ে গেছে প্রায় ৮ হাজার হেক্টর জমির ফসল। এর সঙ্গে যোগ হয়েছে শিলাবৃষ্টি। এতে সরকারি হিসেবে ক্ষতির পরিমাণ প্রায় ২৪ কোটি টাকা। এসব এলাকায় বৃষ্টি অব্যাহত থাকলে আরো ক্ষতির আশঙ্কা করছে কৃষি বিভাগ।
বৃষ্টি আর উজানের ঢলে সুনামগঞ্জে তলিয়ে গেছে ২ হাজার হেক্টর জমির বোর ধান। এরমধ্যে শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে তাহিরপুর ও সুনামগঞ্জ সদর উপজেলার চৌদ্দশো হেক্টর জমির ফসলের। সরকারি হিসেবে ক্ষতির পরিমাণ প্রায় ১৭ কোটি টাকা।
ফসলের ক্ষতি হয়েছে মৌলভীবাজারেও। জেলায় পানিতে তলিয়ে গেছে সাড়ে ছয়শো হেক্টর জমির ধান। এর মধ্যে নষ্ট হয়েছে চারশো ২১ হেক্টর জমির ফসল। সরকারি হিসেবে ক্ষতির পরিমাণ সাড়ে পাঁচ কোটি টাকা।
এদিকে, হবিগঞ্জের বাহুবল, নবীগঞ্জ, বানিয়াচঙ্গ, লাখাই ও আজমিরীগঞ্জে পানিতে তলিয়ে গেছে প্রায় ৫ হাজার হেক্টর জমির ফসল। শিলাবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে নষ্ট হয়েছে আড়াইশো হেক্টর জমির ধান। সরকারি হিসেবে ক্ষতির পরিমাণ প্রায় ২ কোটি টাকা।
কৃষি বিভাগ বলছে, প্রতিবছর এপ্রিলে বৃষ্টি শুরু হলেও এবার এ অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে মধ্য মার্চ থেকেই। এতে তলিয়ে গেছে বিস্তীর্ণ জমির ফসল। এই পরিস্থিতিতে চাষিদের কাঁচা পাকা ধান কাটার পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা।
তবে জলাবদ্ধ জমিতে ফসল কাটতে চাচ্ছেন না শ্রমিকেরা। শ্রমিক স্বল্পতার সুযোগ নিয়ে বাড়তি মজুরি দাবি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন চাষিরা।