বাংলা৭১নিউজ,(নাটোর)প্রতিনিধি: মাড়াই সচল করতে গিয়ে বেগাজ ক্যারিয়ারে আটকে নাটোরের লালপুরের নর্থ বেঙ্গল সুগার মিলে নিরঞ্জন সাহা নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিরঞ্জন সাহা উপজেলার গোপালপুর পৌরসভার মধুবাড়ি এলাকার বাসিন্দা। বাবার নাম বৈদ্যনাথ সাহা। রাতেই স্বজনরা তার মরদেহ নিয়ে গেছেন।
এ ঘটনায় মিলের মাড়াই কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর আখ সরবরাহ বন্ধ রাখতে সোমবার (১১ নভেম্বর) ভোর রাত থেকে মিল এলাকায় মাইকিং করেন কর্তৃপক্ষ। প্রায় ৪ ঘণ্টা পর মাড়াই আবারও চালু হয়েছে।
মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল কাদের জানান, রোববার দিবাগত রাত দেড়টার দিকে আখের ছোবড়ায় বেগাজ কেরিয়ার বন্ধ হয়ে যায়। কর্তব্যরত মিল হাইস ফিটার নিরাঞ্জন সাহাসহ তিন শ্রমিক জমে থাকা অতিরিক্ত ছোবড়া অপসারণ করতে ক্যারিয়ারে ওঠেন। অসাবধানতাবশত সুইচ বন্ধ না করায় ছোবড়া ছড়ানোর সঙ্গে সঙ্গে বেগাজ কেরিয়ার চালু হয়ে যায়।
তিনি আরও জানান, এ সময় দুই শ্রমিক লাফিয়ে আত্মরক্ষা করতে পারলেও নিরাঞ্জন বের হতে পারেননি। পরে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, নর্থ বেঙ্গল সুগার মিলে দুর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে বলে শুনেছি। তবে এ ব্যাপারে কেউ থানায় অভিযোগ করেননি।
বাংলা৭১নিউজ/এসআর