বাংলা৭১নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বিরোধী বিক্ষোভ হয়েছে সুইজারল্যান্ডের রাজধানী বার্ন-এ। এ মাসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলন হওয়ার কথা সেদেশের ডাভোসে। সেখানে বিশ্ব বাণিজ্য ও রাজনৈতিক নেতাদের বার্ষিক সম্মেলনে যোগ দেয়ার কথা ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। গত সপ্তাহে তিনি এ ঘোষণা দিয়েছেন। এর প্রতিবাদে শনিবার প্রতিবাদ বিক্ষোভ হয়েছে সুইজারল্যান্ডের রাজধানীতে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এতে বলা হয়, এই সম্মেলনে ট্রাম্পকে স্বাগত না জানাতে অনলাইনে একটি আবেদন ছড়িয়ে দেয়া হয়েছে। শনিবার বিশ্বায়ন বিরোধী প্রায় ৫০০ বিক্ষোভকারী সুইজারল্যান্ডের পার্লামেন্ট বার্ন-এর পাশ দিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ নিয়ে অতিক্রম করে। এ সময় কারো কারো পরণে ছিল কালো পোশাক। তারা ‘পুঁজিবাড়ের কোনো ভবিষ্যত নেই’, ‘ধনীদের ভক্ষণ করো’ এবং ট্রাম্প বিরোধী নানা স্লোগান সম্বলিত প্লাকার্ড দেখা যায়। ডাভোস সম্মেলনে যোগ দেয়া প্রতিনিধিতের নিরাপত্তা নিশ্চিত করতে ডাভোসে নো-প্লাই জোন ঘোষণা করা হবে। মোতায়েন করা হবে এক হাজার পুলিশ। তাদের সঙ্গে থাকবে ৫ হাজার সেনা সদস্য প্রহরায়।
বাংলা৭১নিউজ/জেএস