অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় দুই বাংলাদেশি নারীকে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। অবশেষে ওই দুই নারীকে ফেরত দিয়েছে তারা। রোববার সন্ধ্যায় ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাংগা সীমান্তে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের পর ওই দুই নারীকে ফেরত দেওয়া হয়।
ফেরত আসা নারীরা হলেন, বরিশালের উজিরপুর থানার দক্ষিণ মোড়াকাঠি গ্রামের নুরু হালদারের মেয়ে জরিনা বেগম (৪২) ও নড়াইলের কালিয়া থানার চাঁদপুরের সিরাজ ফকিরের মেয়ে শিউলী খাতুন।
রোববার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বিজিবি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের ১৯৪ বিএসএফের সুন্দরপুর কোম্পানি কমান্ডারের আহ্বানে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিএসএফ আটককৃত দুই বাংলাদেশি নারীকে হস্তান্তর করেন।
এর আগে ঘটনার দিন দুপুরে ভারত থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিএসএফ তাদের আটক করে। ফেরত আসার পর বিজিবি ওই দুই নারীকে জাস্টিস অ্যান্ড কেয়ার যশোর শাখা প্রতিনিধিদের কাছে হস্তান্তর করেন।
বাংলা৭১নিউজ/এসএইচ