শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস ক্যাডার! হাইকোর্টের নতুন রেজিস্ট্রার হাবিবুর রহমান সিদ্দিকী লামায় অগ্নিসংযোগ: ক্ষতিগ্রস্তদের পাশে উপদেষ্টা-প্রশাসন নসরুল হামিদের ৩৬ কোটি টাকার সম্পদ, অস্বাভাবিক লেনদেন ৩১৮১ কোটি তিন উপদেষ্টাকে বিপ্লবী হতে বললেন সারজিস আলম জামিন নামঞ্জুর, কারাগারে আওয়ামী লীগ নেতা বলরাম ফায়ার ফাইটার নিহতের ঘটনায় শাহবাগ থানায় মামলা কোরিয়া থেকে ৬৯৩ কোটি টাকার এলএনজি কিনবে সরকার সাভারে বন্ধ টিএমআর কারখানা চালুর নির্দেশনা উপদেষ্টার দুদকের সাবেক কমিশনার জহুরুল হকের দুর্নীতির অনুসন্ধান শুরু কনস্টাসকে ধাক্কা দেওয়ায় কোহলিকে আইসিসির শাস্তি শেখ হাসিনা-শেখ রেহানার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু সচিবালয়ে অগ্নিকাণ্ডে প্রকৃত দোষীদের খুঁজে বের করার দাবি ফখরুলের ১১ বছর পর দেশে ফিরছেন ব্যারিস্টার রাজ্জাক যারা নির্বাচনকে বিতর্কিত করেছেন, তাদের বিচারের আওতায় আনা উচিত প্রাণ এএমসিএলের ৩২ শতাংশ লভ্যাংশ অনুমোদন সেতু মন্ত্রণালয় থেকে বাদ যাচ্ছে ১১১৮৬ কোটি টাকার অপ্রয়োজনীয় ব্যয় বিমানের সিটের নিচে মিলল ২০ সোনার বার, যাত্রী আটক ‘পিলখানা হত্যায় নিরপেক্ষ থেকে ষড়যন্ত্র চিহ্নিত করা হবে’ চোখের জলে এক বীরকে বিদায় দিল ফায়ার সার্ভিস

গুলিয়াখালী সি-বিচে পর্যটকের সমাগম বাড়ছে

চট্টগ্রাম প্রতিনিধি:
  • আপলোড সময় শনিবার, ২৮ মে, ২০২২
  • ৪৯ বার পড়া হয়েছে

চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত গুলিয়াখালী সমুদ্রসৈকতে দেখা মেলে বাহারি রঙের বৃক্ষ আর সবুজের সমারোহ। সি-বিচটিতে একদিকে দিগন্ত জোড়া জলরাশি আর অন্যদিকে কেওড়া বন। আরও আছে মনমাতানো সবুজ গালিচার বিস্তৃত ঘাস। তার মধ্যে বয়ে যাওয়া আঁকাবাঁকা ছোট ছোট নালা। জোয়ারের পানিতে সবুজ ঘাসের ফাঁকে নালাগুলো জোয়ারের শোঁ শোঁ আওয়াজে কানায় কানায় ভরে ওঠে।

কক্সবাজার থেকে খরচ কম কিন্তু মনোমুগ্ধকর সৌন্দর্যে ভরপুর বিশাল আয়তনের এই পর্যটন স্থানটি দেখতে দূর দূরান্ত থেকে অনেক পর্যটক এখানে ঘুরতে আসেন। সি-বিচটি সরকারিভাবে পর্যটনশিল্প হিসেবে ঘোষণা হওয়ায় সি-বিচে বাড়ছে পর্যটকের সমাগম। প্রতিদিন হাজার হাজার পর্যটকের পদচারণায় মুখরিত থাকছে সি-বিচ এলাকা। পর্যটকের সমাগম বাড়ায় বাড়ছে কর্মসংস্থানও। এদিকে জেলা প্রশাসন ও স্থানীয় উপজেলা প্রশাসন যৌথ উদ্যোগে সড়ক সংস্কারকাজ শুরু করেছে। গড়ে তোলা হবে হোটেল-মোটেল। সংশ্লিষ্টদের মতে, দ্রুত সরকারি উদ্যোগ ও পৃষ্ঠপোষকতা পেলে গুলিয়াখালী সমুদ্রসৈকত হতে পারে দেশের পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম একটি স্থান।

জানা যায়, চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত গুলিয়াখালী সমুদ্র সৈকতকে আনুষ্ঠানিকভাবে পর্যটন এলাকা ঘোষণা করেছে সরকার। চলতি বছরের ১০ জানুয়ারি রাষ্ট্রপতির আদেশক্রমে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব শ্যামলী নবী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সমুদ্র সৈকত এলাকার ১ নম্বর খাস খতিয়ানের ২৫৯.১০ একর জায়গায়কে পর্যটন সংরক্ষিত এলাকা ঘোষণা করা হয়।

স্থানীয় প্রশাসন সূত্র জানায়, কক্সবাজার সমুদ্রসৈকতে ভ্রমণপিপাসু পর্যটকদের চাপ কমাতে সংশ্লিষ্ট পর্যটন মন্ত্রণালয় ইতিমধ্যে সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী সমুদ্রসৈকতকে সরকারিভাবে উন্নত করে পর্যটনপ্রিয় করে তোলার জন্য গুচ্ছ মহা পরিকল্পনা হাতে নিয়েছে। এরই মধ্যে জেলা প্রশাসন ও স্থানীয় উপজেলা প্রশাসন যৌথভাবে সড়ক সংস্কারকাজ শেষ করেছে। বাকি আছে সড়ক প্রশস্তকরণের কাজ। হোটেল মোটেল জোন করতে জায়গা অধিগ্রহণ ও খাস জায়গা শনাক্তের কাজও শুরু করে।

গুলিয়াখালী সি-বিচে পর্যটক

গুলিয়াখালী সি-বিচে পর্যটক।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাহাদাত হোসেন বলেন, গুলিয়াখালী সমুদ্র সৈকতকে পর্যটনকেন্দ্রে রূপ দিতে অবকাঠামোর উন্নয়নসহ নানা পরিকল্পনা হাতে নেওয়া হয়। ধারাবাহিকভাবে পরিকল্পনা গ্রহণ করে কক্সবাজার সমুদ্রসৈকতে পর্যটকদের চাপ কমাতে গুলিয়াখালী সমুদ্রতীরকে বিশ্বমানের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে ইনশাল্লাহ।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com