বাংলা৭১নিউজ,চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ডে মোবাইল ফোন চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যার খবর দিয়েছে পুলিশ।
সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হোসেন জানান, বুধবার রাত ১টার পর শীলতপুরের চেয়ারম্যানঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবদুল মালেকের (৩৩) বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জে। সীতাকুণ্ডের শীলতপুরে একটি ওয়াটার পিউরিফায়ার কারখানায় কাজ করতেন তিনি।
ওসি বলেন, রাতে কারখানার কাজ সেরে বাসায় ফিরেছিলেন মালেক। পরে ওই কারখানার ম্যানেজার ও আরও কয়েকজন এসে তাকে ডেকে নিয়ে যায়।
“ম্যানেজার ও তার লোকজন মোবাইল ফোন চুরির অভিযোগে মালেককে বেঁধে রেখে মারধর করে বলে এলাকাবাসী জানিয়েছে। এর মধ্যে কোনো এক সময় ওই যুবকের মৃত্যু হলে তার লাশ রাস্তায় ফেলে দেওয়া হয়।”
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ সকালে ঘটনাস্থলে গিয়ে দুইজনকে আটক করে বলে জানান ওসি।
মালেক যে কারখানায় কাজ করতেন, তার মালিকের নাম রিয়াদ চৌধুরী। তবে ম্যানেজারের নাম তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ওসি।
আটক দুজনের পরিচয়ও জানাননি এই পুলিশ কর্মকর্তা। তিনি বলেছেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বাংলা৭১নিউজ/এসএইস