বাংলা৭১নিউজ, হবিগঞ্জ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।
আজ বেলা সাড়ে ১২টার দিকে শায়েস্তাগঞ্জ রেল জংশনের কাছে রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ রেল জংশনের উপসহকারী প্রকৌশলী রুহুল আক্তার (পথ) জানান, একটি মালবাহী ট্রেন চট্টগ্রাম থেকে সিলেট যাচ্ছিল।
“চলন্ত অবস্থায় শায়েস্তাগঞ্জ রেল জংশন ছেড়ে রেল ক্রসিংয়ের কাছে এলে বিকট শব্দে ট্রেনটির চারটি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে।
“সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।”
দুর্ঘটনা কবলিত ট্রেনের চাকা লাইনে তুলে আনতে আখাউড়া থেকে রিলিফ ট্রেন আনা হচ্ছে বলে জানান প্রকৌশলী রুহুল আক্তার।
বাংলা৭১নিউজ/সিএইস