বাংলা৭১নিউজ,সিলেট: শিববাড়ির জঙ্গি আস্তানার কাছে পুলিশ চেকপোস্টে দু’দফা গ্রেনেড বিস্ফোরণে অন্তত দুই পুলিশ সদস্য সহ নিহত হয়েছে ৩ জন । আহত হয়েছেন কমপক্ষের ৩৫ জন। ঘটনাস্থল থেকে বোমা ও মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।
জঙ্গি আস্তানায় সন্দেহে ‘আতিয়া ভিলায়’, সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্যাটালিয়নের চলা ‘অপারেশন টোয়াইলাইট’-এর মধ্যেই এ বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। পুলিশ জানায়, শনিবার সন্ধ্যা সাতটার দিকে একটি গ্রেনেড বিস্ফোরণের ঘটানো হয়। পরে পৌনে আটটার দিকে আরেকটি শক্তিশালী গ্রেনেড বিস্ফোরিত হয়। এতে দক্ষিণ সুরমা থানার ওসিসহ অন্তত ৩৬ জন আহত হন। তাদেরকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত অপর ৩৫ জনের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বাংলা৭১নিউজ/এসএইস