বাংলা৭১নিউজ, সিলেট অফিস: সিলেটে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টা ৮ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পটি রিখটার স্কেলে ৫ দশমিক ২ মাত্রার ছিল।
ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মাহমুদুল হাসান। তিনি জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারের মাওলাইক এলাকায়।
ঢাকার আগারগাঁও থেকে ভূমিকম্পের উৎপত্তিস্থলের দূরত্ব ৪৪১ কিলোমিটার।
ভূমিকম্পে সিলেটে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বাংলা৭১নিউজ/জেএস