রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ১০:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী গ্রেফতার টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ভারত সরকারের প্রতি জি এম কাদেরের ত্রাণ সহায়তার আহ্বান ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১২২৫ বাজার মনিটরিংয়ে টাস্কফোর্স গঠন হচ্ছে : আসিফ ভারত থেকে এলো ২ লাখ ৩১ হাজার ডিম, পিস ৭.৫ টাকা কোনো নিরাপত্তাঝুঁকি নেই, নির্বিঘ্নে পূজা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা সুদ মওকুফ করে ঋণ রিশিডিউল করার দাবি চামড়া ব্যবসায়ীদের ১০০০ আইটি ইঞ্জিনিয়ারকে প্রশিক্ষণ দিতে চায় জাইকা বাংলাদেশের খাদ্য নিরাপত্তায় সহায়তা দেবে যুক্তরাষ্ট্রের ইউএসটিডি দুই জাহাজে অগ্নিকাণ্ড: নৌ-মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গঠন অভ্যুত্থানে ১০৫ শিশু নিহত, প্রত্যেক পরিবার পাচ্ছে ৫০ হাজার টাকা ক্রিকেটার ছদ্মবেশে শ্রমিক নেওয়ার অভিযোগে ২১ বাংলাদেশি আটক ইসরায়েলি হামলা হলে জবাব দিতে পরিকল্পনা প্রস্তুত ইরানের সাবেক স্বরাষ্ট্র সচিব আমিনুল গ্রেপ্তার অনুমাননির্ভর কোনো কথা বলতে চাই না: সাখাওয়াত হোসেন সমাজকল্যাণ উপদেষ্টার প্রশ্ন সংস্কার ছাড়া নির্বাচন নিতে পারবেন শেখ হাসিনার সাবেক মুখ্য সচিবের ৭ দিনের রিমান্ড হেলেনা জাহাঙ্গীর-রাসেল মিয়ার বিরুদ্ধে মামলা

সিলেটে বন্যা, এইচএসসি পরীক্ষা নিয়ে সংশয় কাটছে না!

সিলেট প্রতিনিধি:
  • আপলোড সময় শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ৬২ বার পড়া হয়েছে

বন্যায় বিপর্যস্ত যখন জনজীবন। তখন তৃতীয় দফার এ বন্যা পরিস্থিতিতে সিলেট বোর্ডের অধীনে স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সংশয় দেখা দিয়েছে জনমনে। বন্যাকবলিত এলাকার কেন্দ্রগুলো পানিতে নিমজ্জিত হওয়ায় পরীক্ষার্থীরা কীভাবে কেন্দ্রে যাবে এ নিয়ে উদ্বিগ্ন শিক্ষক ও অভিভাবক।

এইচএসসি পরীক্ষার্থীর অভিভাবকরা জানান, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর অঝর ধারার বৃষ্টি ও বন্যার মধ্যে কীভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে এ নিয়ে উদ্বেগে আছেন তারা।

বন্যা পরিস্থিতির কারণে সিলেট বোর্ডের অধীনে স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১৩ আগস্ট থেকে স্থগিত চারটি বিষয়ের পরীক্ষা যথারীতি শুরু হবে।

এদিকে সব পরীক্ষা স্থগিত প্রসঙ্গে সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুন কুমার পাল জানান, স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তবে এখন পর্যন্ত পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বন্যা আক্রান্ত এলাকার উপজেলা, জেলা প্রশাসনের সুপারিশের পরিপ্রেক্ষিতে শিক্ষা বোর্ড ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ পাঠাতে পারে। পরীক্ষা স্থগিতের ব্যাপারে বোর্ড নয়, আন্তঃশিক্ষা বোর্ড তথা সরকারের উচ্চ মহলের সিদ্ধান্তের প্রয়োজন। এ লক্ষ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট শিক্ষা বোর্ডের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পরিস্থিতি বর্ণনা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়।

এদিকে, রোববার (৩০ জুন) বিকেলে সিলেট শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে চারটি বিষয়ের পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত সময়সূচিতে দেখা যায়, আগামী ১৩ আগস্ট বাংলা প্রথম পত্রের পরীক্ষা, ১৮ আগস্ট বাংলা দ্বিতীয়পত্র, ২০ আগস্ট ইংরেজি প্রথম পত্র এবং ২২ আগস্ট ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।পূর্বের সময় অনুযায়ী প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া সব বিষয়ের পরীক্ষা ২৫ আগস্ট থেকে শুরু হয়ে ৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

সিলেট শিক্ষা বোর্ডের দেয়া তথ্যমতে, এবার বোর্ডের অধীনে ১ লাখ ১৬ হাজার ৪৭৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে বন্যাকবলিত সিলেটে ৪৩ হাজার ৮৪৪ জন ও সুনামগঞ্জে ২৩ হাজার ৭৫২ জন পরীক্ষার্থী রয়েছেন। এই দুই জেলার মধ্যে সিলেটে ৫৯টি ও সুনামগঞ্জে ৩৩টি পরীক্ষাকেন্দ্র রয়েছে।

বাংলা৭১নিউজ/এসকে

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com