বাংলা৭১নিউজ,সিলেট অফিস: সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মেহেদী আল সালামকে খুন করেছে দুর্বৃত্তরা।
রোববার রাত প্রায় একটার দিকে একদল দুর্বৃত্ত নগরীর ক্বীনব্রীজ এলাকায় তাকে ছুরিকাঘাত করে মাটিতে ফেলে যায়। তাৎক্ষণিকভাবে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কতর্ব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত মেহেদী আল সালাম সিলেট নগরীর মদীনা মার্কেটের বাসিন্দা। তার পিতা প্রয়াত এডভোকেট আব্দুস সালাম সিলেট জেলা বারের সিনিয়র আইনজীবী ছিলেন।
জানা যায়, সালাম ঢাকায় যাওয়ার জন্য কদমতলী বাস টার্মিনালের উদ্দেশে যাচ্ছিলেন। এসময় দুর্বৃত্তরা তার উপর হামলা চালায়। এতে তিনি মৃত্যুর কুলে ঢলে পড়েন।
এ ঘটনায় মেহেদীর পরিবার ও স্বজনদের মাঝে শোকের মাতম নেমে আসে। মেহেদী শাবির অর্থনীতি বিভাগের মাস্টার্সের ছাত্র বলে জানা গেছে।
দক্ষিণ সুরমা থানার এস আই রিপন মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলা৭১নিউজ/জেএস