বাংলা৭১নিউজ, সিলেট: সিলেটে বজ্রপাতে ৬ জনের প্রাণহানি ঘটেছে। রোববার পৃথক বজ্রপাতের ঘটনায় তারা নিহত হন। নিহতদের মধ্যে চার কিশোর, এক বৃদ্ধ এবং একজন মাদ্রাসা শিক্ষক রয়েছেন।
রোববার সকালে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার রাউটি বিলে বজ্রপাতে তিন কিশোরের মৃত্যু হয়। ইমরান হোসেন (১৪), সেলিম উদ্দিন (১৫) ও হোসেন খান (১৫) নামক ওই তিন কিশোর মাছ ধরতে বিলে গিয়েছিল। বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বায়েস আলম।
সকালে বজ্রপাতে সিলেট সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের লাকুয়াপাড়া হাওরে রুবেল আহমদ (১৬) নামক আরেক কিশোরের মৃত্যু হয়। মাছ ধরতে চাচা লায়েক আহমদ ও ভাতিজা এহিয়া আহমদের সঙ্গে সে হাওরে গিয়েছিল। সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ বিষয়টি জানিয়েছেন।
এদিকে সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের কাটাউড়া গ্রামে বজ্রপাতে ইনছান আলী (৫৫) নামক এক বৃদ্ধ মারা গেছেন। তিনি ওই গ্রামের মৃত নুরাই মিয়ার ছেলে। এদিন বিকেল সাড়ে ৫টার দিকে বাড়ির সামনে হাঁটাহাঁটি করার সময় বজ্রপাতে তিনি মারা যান।
এ ছাড়াও বজ্রপাতে সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের ছাতার গ্রামের বাসিন্দা মাওলানা মোহাম্মদ আলী মারা যান। স্থানীয় তাজুল উলুম জাতুগ্রাম মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ আলী রোববার বিকেলে মাদ্রাসা থেকে মেয়ের বাড়ি ধরগ্রামে যাওয়ার পথে বজ্রপাতে মারা যান বলে জানিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুস সালাম।
বাংলা৭১নিউজ/এসআর