বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৪:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
নিয়োগ দুর্নীতি : ওয়াসার তাকসিমসহ ১০ জনের বিরুদ্ধে মামলা নির্বাচন সংস্কারে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের ১১ প্রস্তাব লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া ট্রাম্পের মানচিত্রে যুক্তরাষ্ট্রের নতুন অঙ্গরাজ্য কানাডা ২০২৪ সালে সড়কে নিহত ৭ হাজারের বেশি : রোড সেফটি ফাউন্ডেশন সিরিয়ার কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে অভিযানের হুমকি তুরস্কের টিসিবির নতুন চেয়ারম্যান ব্রি. জেনারেল ফয়সাল আজাদ একনেকে ৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ঢাকায় ছিনতাই বেড়ে যাওয়ার কথা স্বীকার করলেন ডিএমপি কমিশনার বিডিআরের নিরপরাধ সদস্যদের মুক্তির দাবিতে পদযাত্রায় পুলিশের বাধা রায়েরবাজারে পরিত্যক্ত অবস্থায় ২৯ রাউন্ড গুলি উদ্ধার ফেলানীর পরিবারের দায়িত্ব নিলেন আসিফ মাহমুদ নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্তির দাবি মোটরবাইক, ফ্রিজ, এসি শিল্পে কর দ্বিগুন করল সরকার সচিবালয় গেটে পাল্টাপাল্টি ধাওয়া, তদন্তে ডিএমপির কমিটি গঠন কাতারে পৌঁছেছেন খালেদা জিয়া মা ও স্ত্রীকে নিয়ে আবেগঘন পোস্ট আমান আযমীর সংবিধান কারো বাপের না : হাসনাত আব্দুল্লাহ কোদলা নদীতে এক ইঞ্চিও উদ্ধার করেনি বিজিবি, দাবি বিএসএফের মোবাইল রিচার্জে ১০০ টাকার মধ্যে ৫৬ টাকাই ভ্যাট

সিরিয়ায় তুরস্ক সমর্থিত গোষ্ঠী ও কুর্দি বাহিনীর সংঘর্ষ, নিহত শতাধিক

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে
গত দুই দিনে উত্তর সিরিয়ায় তুরস্ক সমর্থিত গোষ্ঠী ও কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে সংঘর্ষে ১০০ জনের বেশি যোদ্ধা নিহত হয়েছে। একটি যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা রবিবার এ তথ্য জানিয়েছে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা থেকে মানবিজ শহরের আশপাশের বেশ কয়েকটি গ্রামে সংঘর্ষে ১০১ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৮৫ জন তুরস্ক সমর্থিত গোষ্ঠীর সদস্য এবং ১৬ জন এসডিএফ যোদ্ধা।

অন্যদিকে এক বিবৃতিতে এসডিএফ জানিয়েছে, তারা ‘তুরস্কের ড্রোন ও বিমান সহায়তাপ্রাপ্ত ভাড়াটে সেনাদের সব আক্রমণ প্রতিহত করেছে’।

উত্তর সিরিয়ায় তুরস্ক সমর্থিত বাহিনী এসডিএফের সঙ্গে তখনই লড়াই আবার শুরু করে, ঠিক যখন ইসলামপন্থী বিদ্রোহীরা ২৭ নভেম্বর অভিযান শুরু করেছিল। সেই অভিযানের মাত্র ১১ দিনের মধ্যে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করে। তারা এসডিএফ থেকে আলেপ্পো প্রদেশের মানবিজ ও তাল রিফাত শহর দখল করতে সক্ষম হয়।

তবে সংঘর্ষ এখনো অব্যাহত রয়েছে এবং এতে ব্যাপক প্রাণহানি ঘটছে।সিরিয়ান অবজারভেটরির প্রধান রামি আবদেল রহমান জানিয়েছেন, তুরস্ক সমর্থিত গোষ্ঠীগুলোর লক্ষ্য কোবানি ও তাবকা শহর দখল করা, এরপর রাক্কায় এগিয়ে যাওয়া।

এসডিএফ বর্তমানে সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চল ও দেইর ইজোর প্রদেশের কিছু অংশ নিয়ন্ত্রণ করে। গৃহযুদ্ধ শুরু হওয়ার পর সরকারি বাহিনী সরে গেলে কুর্দিরা সেখানে একটি স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা করে।

যুক্তরাষ্ট্র সমর্থিত এই গোষ্ঠী তাদের অধিকাংশ এলাকা ইসলামিক স্টেটের জঙ্গিদের কাছ থেকে দখল করে, যার মধ্যে রাক্কাও রয়েছে।তুরস্ক এসডিএফকে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) একটি শাখা বলে মনে করে, যারা দক্ষিণ-পূর্ব তুরস্কে কয়েক দশকের বিদ্রোহ চালিয়ে আসছে এবং যাকে সরকার সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করেছে। তুর্কি সামরিক বাহিনী নিয়মিত সিরিয়া ও প্রতিবেশী ইরাকে কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে হামলা চালায়, তাদের পিকেকে সংশ্লিষ্ট বলে অভিযুক্ত করে।

এদিকে সিরিয়ার নতুন নেতা ও ইসলামপন্থী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) প্রধান আহমেদ আল-শারা এর আগে বলেছেন, এসডিএফ ভবিষ্যতে সিরিয়ার সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হবে। এইচটিএস গত মাসে আসাদবিরোধী বিদ্রোহী গোষ্ঠীগুলোর জোটের নেতৃত্ব দেয় এবং আসাদকে ক্ষমতাচ্যুত করে।

সূত্র : এএফপি

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com