বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৮:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মালয়েশিয়ায় সড়কে প্রাণ গেলো বাংলাদেশির আজই কারামুক্ত হবেন ডেসটিনির রফিকুল আমীন-হোসেন, আশা আইনজীবীর ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ অস্বীকার করলেন ইরানের প্রেসিডেন্ট সাড়ে ৫ কোটি লিটার ভোজ্যতেল কিনছে সরকার টিউলিপ ও পুতুলের বিরুদ্ধে আরও দুর্নীতির অনুসন্ধান নির্বাচনের আগে ট্রায়াল কোর্টে বিচারের আশা আসিফ নজরুলের ছাত্রীদের আবাসনের জন্য মাসে ৩ হাজার টাকা দেবে ঢাকা বিশ্ববিদ্যালয় পাঠ্যপুস্তক বোর্ডের সামনে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষ রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠায় প্রধান উপদেষ্টার নেতৃত্বে কমিশন গঠন ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলের সঙ্গে সংস্কার প্রতিবেদন নিয়ে আলোচনা গাজীপুরে দিনব্যাপী ‘মার্সেল ডিস্ট্রিবিউটর সামিট-২০২৫’ মারা গেছেন সাবেক আইজিপি আজিজুল ৩ কোটি টাকা মূল্যের শো-রুমের গাড়ি নিয়ে লাপাত্তা : গ্রেপ্তার ৫ দেশের ইতিহাসে প্রথম গোয়েন্দা জাহাজ উন্মোচন করল ইরান প্রাথমিকে শিক্ষক বদলি শুরু, চলবে মার্চ পর্যন্ত ক্যান্সার আক্রান্ত গৃহবধূকে গলাকেটে হত্যা ইসি গঠনে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর পরামর্শ নেওয়ার বিধান বাতিলের প্রস্তাব ফেনীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু তাবলিগ জামাতের সমস্যা সমাধানে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা বান্দরবানে ৭ শ্রমিককে অপহরণ

সিরিয়া সীমান্তে কুর্দিদের নিয়ে তুরস্কের উদ্বেগ বৈধ: যুক্তরাষ্ট্র

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

সিরিয়া সীমান্তে কুর্দি নেতৃত্বাধীন পিপলস প্রোটেকশন ইউনিট (ওয়াইপিজি) ও কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) তৎপরতা নিয়ে তুরস্কের উদ্বেগকে বৈধ বলে পুনরায় নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার যুক্তরাষ্ট্র বলেছে, নিশ্চিত করেছে, ওয়াইপিজি ও পিকেকে সন্ত্রাসী হুমকির কারণে তুরস্কের নিরাপত্তা উদ্বেগ একেবারে বৈধ।

বুধবার (১৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আনাদোলু।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেন, আমরা বুঝি, তুরস্কের সীমান্তে তাদের বৈধ নিরাপত্তা উদ্বেগ রয়েছে। তুরস্কের নাগরিক, শহর এবং গ্রামগুলোর ওপর ওই সীমান্তের ওপার থেকে সন্ত্রাসী আক্রমণ হয়েছে।

তিনি আরও বলেন, তুরস্কের সন্ত্রাসী আক্রমণের বিরুদ্ধে নিজেদের রক্ষা করার পুরোপুরি অধিকার রয়েছে।  আমরা এই বিষয়টি বুঝি এবং তুরস্কের সঙ্গে সক্রিয় আলোচনা চালিয়ে যাচ্ছি যে, কীভাবে তারা এবং আমরা একসঙ্গে এই পরিস্থিতি মোকাবেলা করতে পারি।

কিরবি বলেন, যুক্তরাষ্ট্র চায় না যে তাদের কার্যক্রম এমনভাবে পরিচালিত হোক, যাতে তাদের এসডিএফ (সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস) সহযোগীরা আইএসআইএসের বিরুদ্ধে লড়াইয়ের দিকে মনোযোগ হারিয়ে অন্য কোথাও মনোযোগী হয়ে পড়ে।

তিনি আরও জানান, সিরিয়ায় যুক্তরাষ্ট্রের উপস্থিতি মূলত আইএসআইএস (দাইশ) এর পুনরায় গঠন রোধে প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষত আসাদ সরকারের পতনের পর, যাতে তাদের শক্তি পুনরুদ্ধার না করতে পারে।  এটাই আমাদের বর্তমান লক্ষ্য এবং আমরা এই মিশন চালিয়ে যাচ্ছি।

কিরবি বলেন, ওয়াইপিজি ও পিকেকে নেতৃত্বাধীন এসডিএফ বাহিনীর সঙ্গে যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব অব্যাহত থাকবে বলে জানান।

পিকেকে, যা তুরস্ক, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন দ্বারা সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত, ৪০ বছরেরও বেশি সময় ধরে তুরস্কে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে, এবং এ পর্যন্ত ৪০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে, যার মধ্যে নারী, শিশু ও শিশুরাও রয়েছে। আর ওয়াইপিজি হল পিকেকের সিরিয়ান শাখা।

তুরস্ক বলছে, সন্ত্রাসী ওয়াইপিজি ও পিকেকে সিরিয়ায় আসাদ সরকার পতনের পর থেকে তুরস্কের সীমান্তে একটি করিডর গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তুরস্ক ওয়াইপিজি মিলিশিয়াকে যুক্তরাষ্ট্র-সমর্থিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ)-এর প্রধান অংশ এবং নিষিদ্ধ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)-র একটি শাখা হিসেবে দেখে।  পিকেকে ১৯৮৪ সাল থেকে তুর্কি সরকারের বিরুদ্ধে বিদ্রোহ চালিয়ে আসছে।

পিকেকে-কে তুরস্ক, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। আঙ্কারা বারবার যুক্তরাষ্ট্রসহ ন্যাটো মিত্রদের প্রতি ওয়াইপিজিকে সমর্থন বন্ধ করার আহ্বান জানিয়েছে।

ন্যাটো সদস্য হওয়া সত্ত্বেও সিরিয়ার ১৩ বছরের গৃহযুদ্ধে পরস্পরবিরোধী বিদ্রোহী গোষ্ঠীকে সমর্থন দিয়েছে ওয়াশিংটন ও আঙ্কারা।

গত মাসের শেষ দিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ক্ষমতাসীন একে পার্টির সংসদ সদস্যদের উদ্দেশ্যে বলেন, বিচ্ছিন্নতাবাদী খুনিরা অস্ত্র জমা দেবে, অথবা তাদের অস্ত্রসহ সিরিয়ার মাটিতে পুঁতে ফেলা হবে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com