ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ড নারী দলকে হোয়াইটওয়াশ করার পর টি-টোয়েন্টি সিরিজেও ভালো শুরুর প্রত্যাশা করেছিল বাংলাদেশ। তবে সেটা পূরণ করতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। তিন ম্যাচ টি-টোয়েন্ট সিরিজের প্রথম ম্যাচ হেরে সিরিজে পিছিয়ে পড়েছে তারা। দ্বিতীয় ম্যাচে সিরিজ বাঁচাতে মাঠে নামছে লাল-সবুজের মেয়েরা।
শনিবার (৭ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি দুই দল। ম্যাচে টস হেরে আগে ফিল্ডিং করবে বাংলাদেশ। খেলাটি শুরু হবে দুপুর ২টায়। দেখাবে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল টি-স্পোর্টস।
আয়ারল্যান্ডের বিপক্ষে এর আগে বাংলাদেশ দুটি টি-টোয়েন্টি সিরিজ খেলেছে। তাতে জয়-পরাজয়ের সংখ্যা সমান ১টি করে। ২০১৬ সালে ১-০ ব্যবধানে হারের দুই বছর পর বাংলাদেশ জেতে ২-১ ব্যবধানে। এরপর থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে তিন দেখায় প্রত্যেকবারই জয়ের হাসি হেসেছেন জ্যোতিরা।
এই ম্যাচে দুটি পরিবর্তন নিয়ে নেমেছে বাংলাদেশ। পেসার ফারিহা তৃষ্ণার জায়গায় একাদশে ফিরেছেন অলরাউন্ডার ফাহিমা খাতুন। রিতু মনির জায়গায় এসেছেন সানজিদা আক্তার মেঘলা।
বাংলাদেশ একাদশ: দিলারা আক্তার, শারমিন আক্তার, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সোবহানা মোস্তারি, তাজ নেহার, সানজিদা আক্তার, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, জাহানারা আলম, ফাহিমা খাতুন, জান্নাতুল ফেরদৌস।
আয়ারল্যান্ড: গ্যাবি লুইস (অধিনায়ক), অ্যামি হান্টার, অরলা প্রেন্ডারগাস্ট, লিয়া পল, লরা ডেলানি, উনা রেমন্ড-হোই, সারাহ ফোর্বস, আর্লেন কেলি, আভা ক্যানিং, ফ্রেয়া সার্জেন্ট ও অ্যামি ম্যাগুয়ার।
বাংলা৭১নিউজ/এসএইচ