বাংলা৭১নিউজ, ডেস্ক:
বৃষ্টির ছড়া
বৃষ্টি শেষে রামধনুতে
সাতটি রঙের খেলা,
হীরক কুচি বৃষ্টি ফোঁটায়
প্রজাপতির মেলা।
উড়ে বেড়ায় ফড়িংরাজা
লাফায় পুঁটি মাছ,
মাতাল করা সুবাস ছড়ায়
কদম কেয়ার গাছ।
মেঘের আড়ে মুখটি লুকায়
হলদে রবি মামা,
কাদার মাঝে পিছলে পড়ে
ভেজে খুকুর জামা।
****
বর্ষাধারা
পুকুর ভাসে ডোবা ভাসে
ভাসে গাঁয়ের ঝিল,
বজ্রপাতে আঁতকে ওঠা
মাছ তুলে নেয় চিল।
বর্ষাধারা দেয় ভিজিয়ে
নরম সবুজ ঘাস,
মনের সুখে সাঁতার কাটে
ছয়টি পাঁতিহাস।
পুকুর পারে কলমি লতায়
ডাকছে বসে কোলা,
হাওয়া এসে টগর ডালে
যায় দিয়ে যায় দোলা।
****
ব্যাঙের ঠাট্টা
পুকুর ঘাটে পিছলে পড়ে
ভাঙলো আমার ঠ্যাঙ,
কান্না দেখে হেসেই মরে
পেট ফোলানো ব্যাঙ।
ব্যঙ্গ হাসির শব্দে আমার
মাথায় চাপে খুন,
ব্যথা এবং শব্দ বাড়ায়
দহন শতগুণ।
কোমর ব্যথা পিঠে ব্যথা
ব্যথা যে সারা গা,
কমুক পানি আছাড় মেরে
ভাঙবো তোর পা।
বাংলা৭১নিউজ/সিএইস