বাংলা৭১নিউজ, প্রতিনিধি: ড. কামাল হোসেনকে উদ্দেশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সিইসির পদত্যাগ দাবি নতুন নয়, সাহস থাকলে ঐক্যফ্রন্টের ব্যর্থ নেতা হিসেবে আপনিই পদত্যাগ করুণ।
বুধবার কুমিল্লার মিয়াবাজার কলেজ মাঠে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।
কুমিল্লা-১১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেলমন্ত্রী মুজিবুল হকের নির্বাচনী সমাবেশে তিনি আরও বলেন, গণতন্ত্র ছাড়া সমৃদ্ধি হয় না। আমরা ষড়যন্ত্র করে, বন্দুকের নল উঁচিয়ে কখনও ক্ষমতায় আসিনি। যতবারই এসেছি জনগণের ভোটে। আপনারা নির্বাচনে আসেননি সেটি কি জনগণের অপরাধ-সেটি কি আমাদের অপরাধ?
তিনি আরও বলেন, নির্বাচনে না এসে বিনাপ্রতিদ্বন্দ্বিতার ফাঁদ তৈরি করেছেন। তাতে কি গণতন্ত্র থেমে গেছে।
জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন পুলিশকে বলেন-জানোয়ার, সাংবাদিকদের বলেন-খামোশ। এই যার আচরণ, তা পাকিস্তানি। তার শ্বশুরবাড়ি পাকিস্তান। তার মানসিকতা পাকিস্তানি। তাই তার পাকিস্তান ফিরে যাওয়া উচিত। বাংলাদেশের রাজনীতিতে আপনার কোনো জায়গা নেই।
কাদের বলেন, তফসিল ঘোষণার পর আমরা ৫ নেতাকর্মীকে হারিয়েছি। সূত্র: যুগান্তর।
বাংলা৭১নিউজ/জেএস