রবিবার, ১৯ মে ২০২৪, ১০:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
স্বর্ণের দাম আরও বাড়ল এবার পোশাকে নায়িকাদের নাম ফুটিয়ে হাজির ভাবনা সোনালী আঁশের সুদিন ফিরিয়ে আনতে চাই: পাটমন্ত্রী অনিয়ম এড়াতে মোবাইল অ্যাপে চাল বিক্রি ৩০ দিনের মধ্যে শহীদ আনোয়ারা উদ্যান ফেরতের দাবি মাগুরায় রেলপথ শিগগিরই চালু হবে : রেলমন্ত্রী যিনি দেশ বিক্রি করতে চেয়েছিল আপনি তো ওনারই সন্তান হেফাজত নেতা মামুনুল হক ডিবিতে যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ প্রস্তুত: আইজিপি সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে স্কুলসামগ্রী বিতরণ শাহ্জালাল ইসলামী ব্যাংকের জাল ভোট পড়লেই কেন্দ্র বন্ধ: ইসি হাবিব ইসলামী ব্যাংকের সঙ্গে অ্যাস্ট্রা এয়ারওয়েজের চুক্তি স্বাক্ষর ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু ডেপুটি গভর্নর বাংলাদেশ ব্যাংকে গণমাধ্যমকর্মীদের প্রবেশে বাধা নেই বেনাপোল-পেট্রাপোল দিয়ে ভারত ভ্রমণে তিনদিনের নিষেধাজ্ঞা ঢাবিতে বিষমুক্ত ফল নিশ্চিতের দাবিতে মানববন্ধন গোপালগঞ্জের সেপটিক ট্যাংকে শ্বাসরুদ্ধ হয়ে ২ শ্রমিক নিহত দিল্লির তাপমাত্রা ৪৭ ডিগ্রি ছাড়িয়েছে ভোট বর্জনই বিএনপির আন্দোলন: এ্যানি আফগানিস্তানে বন্যায় ৫০ জনের মৃত্যু

সালাহ দুরন্ত, মেসিদের সঙ্গে তুলনাও শুরু

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ১৮ মে, ২০১৮
  • ৯৪ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,খেলাধুলা ডেস্ক: ব্যালন ডি’ওর খেতাবের লড়াই এ বার হয়তো শুধু লিয়োনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। লড়াই এই মুহূর্তে ত্রিমুখী! বিশ্ব ফুটবলের দুই সেরা তারকার প্রতিদ্বন্দ্বীর নাম মহম্মদ সালাহ।

গত এক দশকে পাঁচ বার করে ব্যালন ডি’ও জিতেছেন মেসি ও রোনাল্ডো। কিন্তু সালাহের অবিশ্বাস্য উত্থান পুরো ছবিটাই বদলে দিয়েছে। এই মরসুমে ৪৩ গোল করে ইতিমধ্যেই তিনি পিছনে ফেলে দিয়েছেন মেসিকে। তাঁর সামনে এখন শুধু সি আর সেভেন।

মঙ্গলবার রাতে অ্যানফিল্ডে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম পর্বে এ এস রোমার বিরুদ্ধে সালাহ-র নেতৃত্বেই ঝ়ড় তুলেছিল লিভারপুল। ভক্তরা তাঁর নামকরণ করেছেন ‘মিশরের মেসি’। ইংল্যান্ডের কিংবদন্তি স্ট্রাইকার গ্যারি লিনেকারের কাছে আবার তিনি ‘মিশরের রাজা’! রোমার বিরুদ্ধে সালাহ-র দু’টো গোলের মধ্যেই আর্জেন্তিনা অধিনায়কের ছায়া। ৩৬ মিনিটে তিনি প্রথম গোল করেন বাঁ পায়ের বাঁক খাওয়ানো শটে। দ্বিতীয় গোল প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে। রোমা গোলরক্ষক অ্যালিসন বেকার এগিয়ে এসেছিলেন বাধা দিতে। তাঁর মাথার উপর দিয়ে বাঁ পায়ের ছোট্ট টোকায় বল জালে জড়িয়ে দেন সালাহ। সঙ্গে সঙ্গেই উচ্ছ্বসিত লিনেকার টুইট করেছিলেন, ‘আবার শাসন করছে মিশরের রাজা। অবিশ্বাস্য ছন্দে
রয়েছে সালাহ।’

ম্যাচের পরে লিভারপুল ম্যানেজার য়ুর্গেন ক্লপ বলেছেন, ‘‘সালাহ দুর্ধর্ষ ফুটবলার। এই মুহূর্তে যে ও অসাধারণ ছন্দে রয়েছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।’’ ক্লপের কাছে সাংবাদিকরা জানতে চেয়েছিলেন, মেসি, রোনাল্ডোর থেকে সালাহকে তিনি এগিয়ে রাখছেন কি না। লিভারপুল ম্যানেজারের জবাব, ‘‘আপনাদের যদি মনে হয় সালাহ বিশ্বের সেরা, তা হলে সেটাই লিখুন।’’ এর পরেই ক্লপের ব্যাখ্যা, ‘‘তবে বিশ্বের সেরা ফুটবলার হওয়ার জন্য কিন্তু দীর্ঘদিন ধরেই ভাল খেলে যেতে হবে।’’ রোমার বিরুদ্ধে লিভারপুলের হয়ে জোড়া গোল করেন রবার্তো ফিরমিনহোও। একটি গোল করেন সাদিও মানে।

৫-২ দুরন্ত জয়ের পরেও কিন্তু স্বস্তিতে নেই ক্লপ। তাঁর আতঙ্কের কারণ, ঘরের মাঠে দু’গোল খেয়েছে লিভারপুল। ৮১ মিনিটে গোল করেন এডেন জেকো। চার মিনিট পরে পেনাল্টি থেকে গোল দিয়েগো পেরোত্তির। কোয়ার্টার ফাইনালে বার্সেলোনাও প্রথম পর্বে রোমাকে ৪-১ চূর্ণ করেছিল। কিন্তু দ্বিতীয় পর্বে নাটকীয় ভাবে ঘুরে দাঁড়িয়ে ৩-০ জেতে রোমা। দুই পর্বের ম্যাচ মিলিয়ে ফল ৪-৪ হলেও অ্যাওয়ে গোলের হিসাবে রোমা শেষ চারে পৌঁছয়।

মঙ্গলবার রাতে পেনাল্টি থেকে পেরোত্তির গোলের পরেই যে ভাবে লাফিয়ে উঠেছিলেন রোমা ম্যানেজার ইউসেবিও দি ফ্রান্সিসকো তাতে ক্লপের উদ্বিগ্ন হওয়া স্বাভাবিক। ম্যাচের পরে তিনি বলেছেন, ‘‘দু’টো গোল খাওয়া একেবারেই কাম্য ছিল না। আমাদের ভুলেই গোলগুলো করেছে ওরা। আমাদের যে ফুটবলার মনে করবে রোমার পক্ষে ঘুরে দাঁড়ানো সম্ভব নয়, তাকে পরের ম্যাচে খেলাবই না।’’

এ দিকে, লিভারপুল বনাম রোমা ম্যাচকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে আবহ। সংঘর্ষে জড়িয়ে পড়েন দু’দলের সমর্থকরা। অভিযোগ, রোমার সমর্থকদের হাতে আক্রান্ত হন এক লিভারপুল সমর্থক। তাঁর অবস্থা আশঙ্কাজনক।

বাংলা৭১নিউজ/বিকে

 

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com