বাংলা৭১নিউজ,ডেস্ক: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে ৩১ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ২টা থেকে রাত পৌনে ৯টা পর্যন্ত এ হতাহতের ঘটনা ঘটে।
গত কয়েকদিনের ভ্যাপসা গরমের পর দুপুরে আকাশ কালো মেঘে ঢেকে আসে। প্রচণ্ড গরমের পর দেশের বিভিন্ন জায়গায় শুরু হয় মুষলধারে বৃষ্টি ও সেই সঙ্গে বজ্রপাত। বজ্রপাতে রাজধানী ঢাকায় ২ জন, গাজীপুরে ২ জন, রাজশাহীতে ৪ জন, সিরাজগঞ্জে ২ জন, কিশোরগঞ্জে ৪ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ৪ জন, পাবনায় ৩ জন, নরসিংদীতে ২ জন, এবং নাটোরে আরো ২ জনের মৃত্যু হয়।
এছাড়া নীলফামারী, শেরপুর, পিরোজপুর, হবিগঞ্জ ও ভৈরবে একজন করে বজ্রপাতে মোট ৩১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বাংলা৭১নিউজ/এসএইস