বাংলা৭১নিউজ ডেস্ক: ঢাকার সাভারের বাকুরতায় অবস্থিত দারুচ্ছুন্নাত কম্পলেক্স এর হিফজুল কুরআন বিভাগের উদ্ভোধন করা হয়েছে। সোমবার হিফজুল কুরআন বিভাগের উদ্ভোধন উপলক্ষ্যে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
হাফেজ মাওলানা মফিজুর রহমান অন্ধ হুজুরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক বি এম ইউসুফ আলী।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ি আলহাজ মোঃ রবিউল হক, মীরপুর আলোক ডায়গোনিষ্টিক সেন্টারের সত্তাধিকারী মোঃ লোকমান হোসাইন।
আলোচনা সভায় অনুষ্ঠানের প্রধান অতিথি বি এম ইউসুফ আলী বলেন, আদর্শ সমাজ গঠন করতে হলে আল কোরআনের শান্তির বানি মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আর যারা কোরআন প্রচারের কাজে নিজেকে নিয়জিত করবেন এই কোরআনই তাকে জান্নাতে পৌঁছে দিবে।
বাংলা৭১নিউজ/জেএস