বাংলা৭১নিউজ,নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে গোলাম মোস্তফা স্বাধীন (৪৪) নামে বিডিআরের একজন সাবেক ল্যান্স নায়েককে অপহরণ করা হয়েছে। শনিবার রাত আটটার দিকে বনপাড়া বাজার থেকে তিনি অপহৃত হন। স্বাধীন নাটোর জেলার লালপুর উপজেলার গোপালপুর খাঁপাড়া গ্রামের মৃত মঞ্জুর হোসেন মিয়ার ছেলে। বর্তমানে তিনি বনপাড়া পৌরসভার হারোয়া এলাকায় বসবাস করতেন। তিনি বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালের ম্যানেজার হিসাবে কর্মরত ছিলেন।
অপহৃতের পরিবার সুত্রে জানা যায়, শনিবার রাতে হাসপাতাল থেকে বের হয়ে তিনি বাড়ি যাবার জন্য বনপাড়া বাজারে আসেন। এ সময় আগে থেকে বাজারে অবস্থান নেয়া একটি সাদা রঙের হাইএস মাইক্রোবাস থেকে দুইজন লোক বের হয়ে তাকে মাইক্রোবাসের কাছে ডেকে নেন। পরে তারা তাকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে বনপাড়া বাইপাসের দিকে চলে যায়। এ ব্যাপারে স্বাধীনের স্ত্রী তাসলিমা হোসেন জানান, বিষয়টি থানায় জানানো হয়েছে। এ ব্যাপারে সাধারণ ডায়েরী করার প্রস্তুতি চলছে। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহরিয়ার খাঁন জানান, ঘটনাটি শোনার পর সড়ক ও মহাসড়কগুলোতে টহল জোরদার করা হয়েছে। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।
বাংলা৭১নিউজ/জেএস