শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
শেষ দিনে ভিড় বেড়েছে, পছন্দের ফ্ল্যাট খুঁজছেন অনেকেই বিআরটিএ নির্ধারিত সিএনজি অটোরিকশার জমা ৯০০ টাকা কার্যকরের দাবি ৬ মাস ধরে নিখোঁজ বাংলাদেশিকে পাওয়া গেল থাই নারীর সঙ্গে হোটেলে ভোটার হওয়ার বয়স ১৭ বছর হওয়া উচিত : প্রধান উপদেষ্টা মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, ইউপি সদস্যসহ নিহত ২ জাহাজে ৭ খুন: বিচারের দাবিতে কর্মবিরতিতে নৌযান শ্রমিকরা পঞ্চগড়ে টানা চারদিন দিন মৃদু শৈত্যপ্রবাহ ইয়েমেনের বিমানবন্দরে হামলা, অল্পের জন্য বাঁচলেন ডব্লিউএইচও প্রধান গান পাউডার ব্যবহার হয়েছে কি না, খতিয়ে দেখতে ‘বিস্ফোরক বিশেষজ্ঞ’ পানির ট্যাংকে লুকিয়ে ছিলেন আ. লীগের ‘ভাইরাল নেত্রী’ কাবেরী পাবনায় দাঁড়িয়ে থাকা করিমনে ট্রাকের ধাক্কায় তিন শ্রমিক নিহত, আহত ৫ নববর্ষে আতশবাজি ও পটকা ফোটানো থেকে বিরত থাকার নির্দেশ ক্রীড়া পরিষদে অস্থায়ী অফিস ক্রীড়া মন্ত্রণালয়ের মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং যেখানে চলবে ক্ষতিগ্রস্ত পাঁচ মন্ত্রণালয়ের কার্যক্রম সংস্কার ছাড়া নির্বাচন সম্ভব নয়: প্রধান উপদেষ্টা চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস ক্যাডার! হাইকোর্টের নতুন রেজিস্ট্রার হাবিবুর রহমান সিদ্দিকী লামায় অগ্নিসংযোগ: ক্ষতিগ্রস্তদের পাশে উপদেষ্টা-প্রশাসন নসরুল হামিদের ৩৬ কোটি টাকার সম্পদ, অস্বাভাবিক লেনদেন ৩১৮১ কোটি

সানাউল্লাহ সাগরের তিনটি কবিতা

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০১৭
  • ১২৫ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ ডেস্ক: আগুনের ঘ্রাণ

করুণা নিয়েই তুমি চলে যাবে দূরে
এটাও চুরির মতো একটা প্রবাহ।
ইচ্ছে হলে চলে যেতে পারো আর নুয়ে
আবাদ করতে পারো জীবন। হত্যার
মতো প্রতিহত হয়ে যাও; ঈর্ষা এবং
খবর। তোমার ছিলা স্পর্শ করে করে
দরাজ দরজায় লাল হয়ে ফুটে যাবে
ঘনায়ণ দৃশ্যে, আরো গাঢ় হও তবে।
মিয়ানমার, কী চাও? ক্ষত আর লালে!
আমাদের থিতু গোলা পারাপার রেখে
আবরণহীন হয়ে যাচ্ছে। দেখো ফের;
আকাশ সমান হচ্ছে গদ্য-পর্ণ- বোধ।
এবার থামাও রঙ; তীব্র হয়ে যাচ্ছে
থরথর। দেখো জ্বলে যাচ্ছে দৃঢ় নাফ।

বলাকা

দ্যাখ তো কতোটা নুয়ে পড়ে আছি তোর
ফিরে দেখা পথে। সাথে কিছু নেই আর
অথচ বাবুই বলে চিৎকার করি;
কেঁদে যাই বাবুইয়ে, রঙের খেলায়।
দরজা খোলাই আছে, দেখবি যেদিন
চুরি গেছি ধুলিপথে; নেমে গেছি গালে
কোথায় কাঁদবি আর বুক ফেরি করে,
ভয়ে ভয়ে জ্বলে যাবি কাঁচের ভেলায়।
দেখিস বেহালা জ্বলে গেলে ফিরে যাবো
নাচের বেহাগে আর ঘাসের নিদ্রায়
মেখে দিবো যন্ত্রময়। ডাল থেকে গাছে,
পিছে পিছে পুড়ে গেছি অকাল আভায়।
নুয়ে পড়া ঠোঁটে ঈর্ষা নয় শুধু ভয়
আমার কাফনে শখ; আরো দূরে গেছে!

বৃক্ষরোপণ কর্মসূচি ও রানাঘাট ব্রত

এবার বর্ষায় বৃক্ষরোপণ কর্মসূচিতে নেমে যাওয়ার পর মনে হলো—আমিও যেন কোথায় রোপিত হয়ে আছি। সেখানে ভয়ের আরম্ভ থেকে সাহসের অন্তর্বাস পর্যন্ত গোলাপ ঘামে। ছায়ার আড়ালে রুইয়ে যাওয়া আমি মাটির দহনে-পীড়নে বাড়তে থাকি। ছড়িয়ে যেতে থাকি ভৃত্য ও মনিবের ছায়াবাজিতে।

দহনের কহনে ফুল ফোটে! আমি আরো বিগলিত হই। ক্রমেই মনে হয়, আমারো ডাল-পালা ছড়াচ্ছে। কথার অকালে তাদের গভীরতা প্রলম্বিত হয় আরো। নাতিশীতোষ্ণ ইচ্ছে নিয়ে আমি গঠিত হতে থাকি সড়কে-বন্দরে। আর ফোঁপানো টিপটিপ রোপিত বৃক্ষের শাখা-প্রশাখায় স্নেহ ছড়াতে থাকে। আমার তৃষ্ণায় সুবহেসাদিক এলে তুমুল রতিক্ষত নিয়ে ব্রতগ্রহণের মুখোমুখি হই। মাটির অভ্যন্তরেই ছড়াতে থাকি।

ফের বর্ষারা হাসে। টিপটিপ রমণীয় হয়। বৃক্ষরোপণ তৃষ্ণা ঘণিভূত হলে বুঝতে পারি তারা আবার—রানাঘাটেই রোপিত হতে যাচ্ছে।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com