বাংলা৭১নিউজ, স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা থেকে:
আসন্ন বর্ষা মৌসুমে সম্ভাব্য জলাবদ্ধতা প্রতিরোধে পূর্বপ্রস্তুতি গ্রহণের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় জনগোষ্ঠী।
শুক্রবার (৯ জুন) সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে সদর উপজেলার মাছখোলা ও জেয়ালা নারী সংগঠন, তুজুলপুর কৃষক ক্লাব, শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা সংস্থা এবং গবেষণা প্রতিষ্ঠান বারসিক সম্মিলিতভাবে এই কর্মসূচির আয়োজন করে।
এতে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদের সভাপতিত্বে জলাবদ্ধতা প্রতিরোধে পূর্বপ্রস্তুতি গ্রহণের দাবিতে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সভাপতি আনিছুর রহিম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, তুজলপুর কৃষক ক্লাবের সভাপতি ইয়ারব হোসেন, জেয়ালা গ্রামের কৃষক নেতা এমদাদুল হক, দামারপোতার সাইদুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে প্রতিবছর বর্ষা মৌসুমে জেলার সাতক্ষীরা সদর, তালা ও কলারোয়া উপজেলার ৪০টিরও বেশি ইউনিয়ন ও সাতক্ষীরা পৌরসভা জলাবদ্ধতা কবলিত হয়। ছয় মাসেরও বেশি সময় দুই শতাধিক গ্রামে জলাবদ্ধতা থাকায় ধ্বংস হয় ঘর-বাড়ি, রাস্তা-ঘাট, সরকারের সকল উন্নয়ন কর্মকা-সহ স্থানীয় জীববৈচিত্র্য। কর্ম হারায় মানুষ। কিন্তু আগে থেকেই নেট-পাটা ও বাধ অপসারণ পূর্বক খাল-বিল, নদী-নালা মুক্ত করে পানি নিষ্কাশনের পথ উন্মুক্ত করতে পারলে এই ভয়াবহতা থেকে মুক্তি পাওয়া সম্ভব।
বক্তারা অবিলম্বে জেলার সকল খাল-বিল, নদী-নালা মুক্ত করে পানি নিষ্কাশনের পথ উন্মুক্ত করে জলাবদ্ধতা প্রতিরোধে পূর্বপ্রস্তুতি গ্রহণের দাবি জানান।
বাংলা৭১নিউজ/জেএস