বাংলা৭১নিউজ,(সাতক্ষীরা)প্রতিনিধি: সাতক্ষীরা সদরের দামারপোতা এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জাকির হোসেন নামে এক ডাকাত নিহত হয়েছেন। শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে একটি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও দুইটি ছোরা উদ্ধার করেছে পুলিশ। নিহত জাকির হোসেন মাটিয়াডাঙ্গা গ্রামের মৃত কেরামত আলীর ছেলে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, জেলা গোয়েন্দা পুলিশ ও সদর থানার ব্রহ্মরাজপুর ক্যাম্পের পুলিশ যৌথভাবে দামারপোতা এলাকায় ডাকাতসহ অপরাধীদের ধরতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পুলিশের ওপর গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে জাকির হোসেন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার সময় পথিমধ্যে মারা যান। জাকির হোসেনের বিরুদ্ধে ৪টি হত্যা ও কয়েকটি ডাকাতিসহ ১৩টি মামলা রয়েছে।
বাংলা৭১নিউজ/এমএম