বাংলা৭১নিউজ, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে জেলার কালিগঞ্জ থানার চৌবাড়িয়া গ্রামের পাকা রাস্তার পাশ থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। তার বয়স আনুমানিক ৪২ বছর। তবে পুলিশ লাশের কোন পরিচয় জানাতে পারেনি।
কালিগঞ্জ থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, এসময় লাশের পাশ থেকে একটি রিভল রিভলবার, দুই রাউন্ড গুলি, চারটি বন্দুকের গুলির খোসা, ৪৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। লাশ থানায় রয়েছে। ওসি আরো জানান, নিহতের মাথায় গুলিবিদ্ধ হয়েছে। চোরাকারবারিদের অভ্যন্তরীন দ্বন্দে এ ঘটনা ঘটতে পারে বলে তার ধারণা।
অপরদিকে, নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানিয়েছে,নিহত ব্যক্তি’র নাম এমদাদ হোসেন। বাবার নাম ইয়াদ আলী। গ্রাম মধুমোল্লারডাঙ্গী, সাতক্ষীরা সদর। স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের একাধিকবার তালিকাভুক্ত সাতক্ষীরার এক শীর্ষ চোরাকারবারীর গডফাদারের লাইনম্যান হিসেবে কাজ করতো এমদাদ।
বাংলা৭১নিউজ/জেএস