রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জনগণের অর্থনৈতিক মুক্তির পথ বের করতে হবে: তারেক রহমান স্পেন্ড অ্যান্ড উইন : বিজয়ীদের নাম ঘোষণা করেছে মাস্টারকার্ড বিআরটি প্রকল্পের কাজ চলতি বছরের মধ্যে শেষ করতে হবে মুইজ্জুর আসন্ন ভারত সফর কী বার্তা দিচ্ছে? হবিগঞ্জে থানা চত্বর থেকে পরিত্যক্ত শটগান উদ্ধার গার্মেন্টস শ্রমিক হত্যা নারায়ণগঞ্জে শেখ হাসিনা-শামীম ওসমানের বিরুদ্ধে মামলা মাঝ রাস্তায় যাত্রী ওঠা-নামা বন্ধের নির্দেশ সোনার দামে নতুন রেকর্ড, ভরি ১৩৩০৫১ টাকা পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ৬ সেনা নিহত বাংলাদেশের ইলিশ পাঠানোর ঘোষণায় পশ্চিমবঙ্গে খুশির জোয়ার সাজেকে আটকা পড়েছে ৮ শতাধিক পর্যটক সিলেটে বজ্রপাতে একদিনে ৪ জনের মৃত্যু ইতিহাসে প্রথমবার ২৬০০ ডলার ছাড়ালো সোনার আউন্স আইনশৃঙ্খলা অবনতির চেষ্টা করলে হাত ভেঙে দেওয়া হবে ইসরাইল-হিজবুল্লাহ মুখোমুখি, যা বললেন জাতিসংঘ প্রধান কাশিমপুর থেকে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার বাসায় ফিরলেও সুস্থ নন খালেদা জিয়া: ফখরুল ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাতের মধ্যে নতুন যুদ্ধাস্ত্র সামনে আনলো ইরান সুনামগঞ্জে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু কেউ আইন হাতে তুলে নেবেন না: নজরুল ইসলাম খান

সাতক্ষীরায় ইছামতি নদীর বেড়িবাঁধে ভাঙন, প্লাবিত হওয়ার আশঙ্কা

সাতক্ষীরা প্রতিনিধি:
  • আপলোড সময় শনিবার, ২৭ জুলাই, ২০২৪
  • ১৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ ও ভারতকে বিভাজনকারী সীমান্তের ইছামতি নদীর প্রবল জোয়ারের তোড়ে সাতক্ষীরার দেবহাটা সীমান্ত এলাকায় বেড়িবাঁধে ভাঙন সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে বেড়িবাঁধের কিছু অংশ নদীগর্ভে ধসে পড়েছে। গত কয়েক দিন ধরে বেড়িবাঁধের এসব অংশে ক্রমশ ফাটলের পরিমাণ বেড়ে চলেছে। এতে করে যে কোনো মুহূর্তে বাঁধ ভেঙে আশপাশের এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কায় রয়েছেন বসবাসকারী মানুষেরা।  

ইছামতি নদীর পাড়ে বসবাসকারী বাসিন্দারা জানান, চলতি বর্ষা মৌসুমে সাতক্ষীরার নদ-নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় আন্তঃসীমান্ত নদী ইছামতির বিভিন্ন পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছে নদীর তীরবর্তী এলাকায় বসবাসকারী জনসাধারণ।

দেবহাটা উপজেলার ভাতশালা ইউনিয়নের বিশ্বাসপাড়া, ভাতশালা-কোমরপুর স্লুইসগেট, সুশীলগাতি, দেবাহাটা সদর থেকে বসন্তপুরগামী বেড়িবাঁধ ও নাংলা গাংআটিপাড়াসহ ইছামতি নদীর বেড়িবাঁধের বিভিন্ন পয়েন্টে ছোট বড় ভাঙন দেখা দিয়েছে। 

তারা আরও জানান, ইতোপূর্বে পার্শ্ববর্তী সুশীলগতি, কোমরপুর ও নাংলা এলাকায় সীমান্তের ইছামতি নদীর বেড়িবাঁধ ভেঙে আশপাশের বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছিল।

ইছামতি নদীর পাড়ে বসবাসকারী শহিদুল ইসলাম, রফিকুল, তালেবসহহ কয়েকজন বলেন, এভাবে বারবার বেড়িবাঁধ ভাঙতে থাকলে বসতবাড়ি হারিয়ে পরিবার-পরিজন নিয়ে পথে বসতে হবে। বেড়িবাঁধের এসব ভাঙন পয়েন্ট জরুরীভিত্তিতে কংক্রিটের ব্লক, বালিভর্তি বস্তা ডাম্পিংয়ের পাশাপাশি নদী ভাঙনরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন নদী পাড়ের গ্রামে বসবাসকারী বাসিন্দারা। 

সেখানকার বাসিন্দারা বলেন, বাঁধ ভাঙার আগে ভাঙনরোধে কার্যকর পদক্ষেপ নিলে জনগণের জানমালের ক্ষয়ক্ষতি হয় না। সংশ্লিষ্ট এলাকার পাউবো কর্তৃপক্ষ বেড়িবাঁধ ভেঙে গেলেই কেবল ভাঙনকবলিত এলাকায় তা মেরামতের কাজ শুরু করে। ভাঙনের আগে থেকে তারা তেমন কার্যকর পদক্ষেপ নেয় না। 

সাতক্ষীরা পাউবোর কিছু অসাধু কর্মকর্তার গাফিলতি ও স্বেচ্ছাচারিতার কারণে উপকূলের অধিকাংশ এলাকার বেড়িবাঁধের বর্তমান অবস্থা নাজুক। সময়মতো ভাঙন পয়েন্টগুলো মেরামত না করায় বর্ষা মৌসুমে অথবা কোনো প্রাকৃতিক দুর্যোগে জলোচ্ছ্বাসে এ দুর্বল বেড়িবাঁধ সহজে ভেঙে জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়।

দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান জানান, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে শিগগিরই সীমান্তের ইছামতি নদীর ভাঙন কবলিত বেড়িবাঁধের বিভিন্ন অংশে সংস্কারের কাজ শুরু করা হবে।

দেহবাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আল ফেরদৌস আলফা জানান, বর্ষা মৌসুমের শুরুতে জেলার বিভিন্ন নদ-নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। সীমান্তের ইছামতি নদীর বেড়িবাঁধের বেশ কয়েকটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। তিনি আরও জানান, ইতোমধ্যে বেশ কয়েকটি ভাঙনকবলিত এলাকায় তিনি পরিদর্শন করে বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের অবহিত করেছেন। 

দেবহাটা এলাকায় দায়িত্বরত পানি উন্নয়ন বোর্ড বিভাগ-১ এর উপ-বিভাগীয় প্রকৌশলী শুভেন্দু বিশ্বাস জানান, ইতোমধ্যে তারা ভাঙন পয়েন্টগুলো পরিদর্শন করেছেন। জরুরিভিত্তিতে এসব ভাঙন বেড়িবাঁধগুলো মেরামত করা হবে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com