বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
এস আলম গ্রুপের ৬ কারখানা বন্ধ ঘোষণা কাকরাইল চার্চে দেশ-জাতির শান্তি-সমৃদ্ধি কামনায় প্রার্থনা রূপালী ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাজী ওয়াহিদুল ইসলাম কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সভা কোনাবাড়িতে ৩ বাড়ির ৫৭ কক্ষে আগুন সংস্কার শেষে নির্বাচনের দিকে যাবে সরকার: আসিফ মাহমুদ জাহাজে সাত খুন: বাগেরহাট থেকে ইরফান গ্রেফতার মোজাম্বিকে তিন শতাধিক বাংলাদেশির দোকান লুটপাট শুভ বড়দিন আজ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ১৫ চাঁদপুরে জাহাজে ৭ খুনের ঘটনায় মামলা প্রত্যেক ধর্মে শান্তির বাণী আছে, সেটা নিজের মধ্যে স্থাপন করতে হবে তুরস্কের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক বেশ গভীর জেলখানায় হত্যা: শেখ হাসিনা-জেল সুপারসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়ায় চূড়ান্ত অনুমোদন আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ল কর্ণফুলীতে গোসল করতে নেমে দুই পর্যটক নিখোঁজ টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবার সিলেট সীমান্তে সাড়ে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ দেশের স্বাধীনতা, দেশের স্বার্থ কারো কাছে বিক্রি করবো না: জামায়াত আমির

সাতক্ষীরাবাসীর ভালোবাসায় সিক্ত অধিনায়ক সাবিনা

সাতক্ষীরা প্রতিনিধি
  • আপলোড সময় শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ২২০ বার পড়া হয়েছে

ইতিহাস সৃষ্টি করে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম শিরোপা দেশকে এনে দিয়েছেন সাবিনারা। শিরোপসহ দেশের মাটিতে পা রাখার পর পরই ফুলেল শুভেচ্ছা পান বাঘিনীরা।

এর পর ছাদখোলা বাসে রাজধানীতে পথে পথে ফুটবলপ্রেমীদের ভালোবাসায় সিক্ত হন গোলাম রাব্বানীর শিষ্যরা। এ ছাড়া বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে রাতে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন সারেন সাবিনারা।

ঢাকার সব আনুষ্ঠানিকতা শেষে এবার সাতক্ষীরায় পা রাখলেন সাফজয়ী অধিনায়ক সাবিনা খাতুন। তাকে উষ্ণ সংবর্ধনা দিতে আগেই সব প্রস্তুতি সেরে রাখেন সাতক্ষীরাবাসী।

শুক্রবার সেখানে সাবিনা পৌঁছতেই বর্ণাঢ্য সংবধর্না দেওয়া তাকে। এ সংবর্ধনার আয়োজন করেছে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থা।

বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা সার্কিট হাউসে জেলা ক্রীড়া সংস্থা ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা শেষে সাতক্ষীরা শহরে এক ঘণ্টা দীর্ঘ এক শোভাযাত্রায় অংশ নেন সাবিনা। পুরো শহর প্রদক্ষিণ শেষে সাবিনাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

এমন সংবর্ধনায় উচ্ছ্বাসের আবেগে যেন ভাষাই হারিয়ে ফেলেন সাবিনা।

সাফজয়ী অধিনায়ক বলেন, ‘সাতক্ষীরার মানুষ এভাবে আমাকে সংবর্ধনা জানাবে এটি কখনো কল্পনা করতে পারিনি। আমার জন্য এত আয়োজন দেখে আমি অভিভূত। আমি সাতক্ষীরাবাসীর কাছে কৃতজ্ঞ হয়ে রইলাম। আমাদের এ সাফল্য বাংলাদেশকে বিশ্বের কাছে আরও এক ধাপ এগিয়ে নিয়েছে বলে আমার বিশ্বাস।’

আজ সাবিনা সংবর্ধনায় সিক্ত হলেও সাতক্ষীরার আরেকজন সাফজয়ী ফুটবলার মাসুরা খাতুনকে ভালোবাসায় ভরিয়ে দেওয়া যায়নি। কারণ নিজ জেলায় এখনো পা রাখেননি মাসুরা। সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি সাতক্ষীরা এলে তাকেও সংবর্ধনা দেওয়া হবে। সেই প্রস্তুতিও সেরে রাখা আছে তাদের।

তা ছাড়া সাবিনা ও মাসুরাকে একত্রে জেলা প্রশাসকের পক্ষ থেকে সংবর্ধনার আয়োজন করা হবে বলে জানিয়েছেন তারা।

বাংলা৭১নিউজ/আরএম

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com