বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা পয়েন্টে সাঙ্গু নদীতে ডুবে এক পর্যটকের মৃত্যু এবং দুজন নিখোঁজ হয়েছেন। শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপুর ৩টায় এ ঘটনা ঘটে।
পানিতে ডুবে মৃত ব্যক্তির নাম মারিয়া ইসলাম (১৯)। আহনাফ আকিব (২২) ও মারিয়া বিনতে জহির (১৭) নামে দুজন এখনো নিখোঁজ রয়েছেন।
বুধবার ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ থেকে ১০ সদস্যের এই গ্রুপ বান্দরবান বেড়াতে আসেন। শুক্রবার তারা নৌকাতে চড়ে নদী ভ্রমণে যান। তারাছা পয়েন্টে এসে পর্যটকরা নদীতে গোসল করতে নামলে এ ঘটনা ঘটে। এ সময় পর্যটকদলের পাঁচজন সাঁতরে তীরে উঠতে পারলেও অন্য পাঁচজন ভেসে যান।
এ সময় পর্যটকদের চিৎকারে আশপাশের লোকজন ছুঁটে এসে তিনজনকে উদ্ধার করে। এদের মধ্যে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মারিয়া ইসলামকে মৃত ঘোষণা করেন। নদীতে ডুবে যাওয়া অন্য দুজনের এখনো খোঁজ পাওয়া যায়নি।
ট্যুরিস্ট পুলিশ বান্দরবান জোনের উপ-পুলিশ পরিদর্শক মো. এরহাদ হোসেন জানান, বেড়াতে গিয়ে পানিতে পড়ে একজনের মৃত্যু হয়েছে। পানিতে তলিয়ে এখনো নিখোঁজ রয়েছে দুজন। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও ট্যুরিস্ট পুলিশের সদস্যরা কাজ করছে।
বাংলা৭১নিউজ/এসএইচ