বাংলা৭১নিউজ, ঢাকা : নারায়ণগঞ্জ সিটি করপোরশেন (নাসিক) নির্বাচনে বিএনপি মনোনীত ও ২০ দলীয় জোট সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন জোটের অন্যতম শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রার্থী কামাল প্রধান।
আজ দুপুরে নারায়ণগঞ্জে বিএনপির মিডিয়া সেলের কার্যালয়ে এলডিপি প্রার্থী কামাল প্রধান এ ঘোষণা দেন।
এ সময় তার পাশে বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম ও এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম উপস্থিত ছিলেন।
শাহাদাত হোসেন সেলিম বলেন, সাখাওয়াত হোসেন নাসিক নির্বাচনে ২০ দলীয় জোটের প্রার্থী। সেজন্য জোটের একক প্রার্থী রাখতে এলডিপির প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এর মাধ্যমে জোটের ঐক্য আরো সুদৃঢ় হলো।
এ সময় কামাল প্রধান বলেন, ‘ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, পতাকা-মানচিত্র ও গণতন্ত্র রক্ষায় জাতীয়তাবাদী ও দেশপ্রেমিক শক্তির ঐক্যের কোনো বিকল্প নেই। আর এই ঐক্যের প্রতীক হচ্ছেন দেশনেত্রী খালেদা জিয়া।’
তিনি আরো বলেন, ‘২২ ডিসেম্বর নাসিক নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতেই আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। ২০ দলীয় জোট সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত খানকে বিজয়ী করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।’
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈয়মুর আলম খন্দকার, এলডিপির যুগ্ম মহাসচিব তমিজউদ্দিন টিটু, প্রচার সম্পাদক বেলাল মিয়াজীসহ বিএনপি ও এলডিপির স্থানীয় নেতারা।
বাংলা৭১নিউজ/সিএইস