বাংলা৭১নি্উজ, ডেস্ক : ২০১৭ সালের এপ্রিলে মাঠে গড়াবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা আইপিএলের দশম আসর। এই আসরকে সামনে রেখে দল গোছাতে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিরা।
অকশনের আগে প্রায় প্রত্যেকটি দল কিছু কিছু খেলোয়াড়কে ছেড়ে দিয়েছে। আসন্ন আসরকে সামনে রেখে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির ছেড়ে দেওয়া খেলোয়াড়ের সংখ্যা প্রায় ৪০।
তবে কলকাতা নাইট রাইডার্স ছাড়েনি তাদের বাংলাদেশি সুপার স্টার সাকিব আল হাসানকে। বিশ্বসেরা এই অলরাউন্ডারের উপর আস্থা রেখেছে কলকাতা। তাইতো আসন্ন মৌসুমেও কলকাতার জার্সিতেই দেখা যাবে সাকিবকে।
উল্লেখ্য, গেল মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ১০টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন সাকিব আল হাসান। ৭ ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়ে করেছিলেন ১১৪ রান। সর্বোচ্চ রান ছিল অপরাজিত ৬৬। দুইবার অপরাজিত ছিলেন। গড় ছিল ২২.৮০।
আর বল হাতে নিয়েছিলেন ৫ উইকেট। তার সেরা বোলিং ফিগার ছিল ১৪ রানের বিনিময়ে ১ উইকেট। ইকোনোমি রেট ছিল ৭.৮৩।
আসন্ন মৌসুমে ঠিকমতো খেলার সুযোগ পেলে নিঃসন্দেহে ভালো কিছু করবেন তেমনটাই প্রত্যাশা বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের।
বাংলা৭১নি্উজ/সিএইস