বাংলা৭১নিউজ,(চট্টগ্রাম)প্রতিনিধিঃ মানবতাবিরোধী অপরাধে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দেলোয়ার হোসাইন সাঈদীর মুক্তি চেয়ে ফেইসবুকে স্ট্যাটাস দেওয়ায় মাদ্রাসার এক অধ্যক্ষ গ্রেপ্তার হয়েছেন।
সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার গোডাউন রোডে নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার মো. নুরুল কবির সীতাকুন্ড পৌর সদরে অবস্থিত যুবাইদিয়া মহিলা মাদ্রাসার অধ্যক্ষ।
এর আগে একই রাতে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন বারৈয়াঢালা ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম।
গত ১ মে সাঈদীর মুক্তি চেয়ে নিজের ফেইসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন অধ্যক্ষ নুরুল কবির।
এর প্রতিবাদ জানান ছাত্রলীগ ও যুবলীগের নেতারা। পরে অবশ্য পোস্টটি মুছে ফেলেন তিনি। উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিন বলেন, ‘সরকারি চাকরি করে একজন শিক্ষক সরকারবিরোধী স্ট্যাটাস কীভাবে দেন?’
নুরুল কবির ২০১৩ সালে সাঈদী মুক্তি আন্দোলনের সীতাকুন্ড উপজেলার সমন্বয়ক ছিলেন বলে দাবি করেন তিনি।
শিক্ষক নুরুল কবির নাশকতার মামলায় ২০১৩ ও ২০১৪ সালে একাধিকবার গ্রেপ্তার হয়েছিলেন বলেও নিশ্চিত করেন সীতাকুন্ড থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।
বাংলা৭১নিউজ/এসআর