বাংলা৭১নিউজ,নেত্রকোনা প্রতিনিধি: দূর্গাপুর সাব রেজিস্ট্রি অফিসের নানা অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ পরিবেশন করায় একটি প্রভাবশালী মহল সাংবাদিককে হুমকি, ফেইস বুকে নানা ধরনের কটুক্তি করে আসছে। সেই সাথে উপজেলা নির্বাহী অফিসার ও ওসি বরাবরে মিথ্যা অভিযোগ দায়ের করে। এর সুষ্ঠু প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগী সাংবাদিক ও পরিবারের সদস্যবৃন্দ। মঙ্গলবার সকাল ১১টায় নেত্রকোনা জেলা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
স্থানীয় সাংবাদিক কলি হাসান ওয়ালী সাংবাদ সম্মেলনে বলেন, ‘দূর্গাপুর সাব রেজিস্ট্রি অফিসে চলছে দুর্নীতির মহোৎসব, বহিরাগতদের দৌরাত্ব’শিরোনামে কয়েকটি স্থানীয় পত্রিকা ও অনলাইনে সংবাদ প্রকাশিত হওয়ার পর থেকেই সাব রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী সিরাজুল ইসলাম ও তার ছেলে আনিসুল হক সুমন তার লোকজন নিয়ে আমাকে নানা ধরনের হুমকি, ধামকি, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে ফেইস বুকে নানা ধরনের কটুক্তি, উপজেলা নির্বাহী অফিসার ও ওসি বরাবরে মিথ্যা ভানোয়াট অভিযোগ দায়েরের মাধ্যমে নানা ভাবে হয়রানী করে আসছে। বর্তমানে আমি চরম নিরাপত্তাহীনতায় ভূগছি।
সংবাদ সম্মেলনে তিনি বিষয়টি সুষ্ঠু তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সাংবাদিকসহ স্থানীয় প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
বাংলা৭১নিউজ/জেএস