বুধবার, ১৫ মে ২০২৪, ০৩:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জোয়ারে পানির চাপে ৫১ কি.মি. বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা বিশ্বে অভ্যন্তরীণ উদ্ধাস্তুর সংখ্যা সাড়ে ৭ কোটি ছাড়িয়েছে গৃহকর্মী হত্যায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন চীন সফরে যাচ্ছেন পুতিন জিম্মিদশা থেকে মুক্তির একমাস পর স্বজনদের কাছে সেই নাবিকরা ভারতের ওপর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের ইন্স্যুরেন্স চাকরির আড়ালে জঙ্গি সংগঠনের রিক্রুটার বনানীর আগে বাস থামানো-যাত্রী তুললেই মামলা: ডিএমপি কমিশনার কোথায় লু কোথায় আপনি, এ নিয়ে বিএনপির মাথাব্যথা নেই ভারতের নির্বাচনের পরই দীর্ঘমেয়াদি ভিসার বিষয়ে ব্যবস্থা: নানক শ্রম আইন সংশোধনে কিছু সিদ্ধান্ত হবে নীতি-নির্ধারণী পর্যায়ে: আইনমন্ত্রী নিরাপত্তা বাহিনীর গুলিতে আজাদ কাশ্মীরে নিহত ৩ ইসরায়েলের এজেন্টদের সঙ্গে মিলে বিএনপি অপরাজনীতি করছে: পররাষ্ট্রমন্ত্রী চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর গেলেন মির্জা আব্বাস চট্টগ্রাম থেকে বিমানের হজ ফ্লাইট উদ্বোধন জলবায়ু তহবিল বাংলাদেশের ওপর ঋণের বোঝা চাপাচ্ছে : টিআইবি আবারও বন্ধুত্বের নিশ্চয়তা নিয়ে ইউক্রেনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপের দল ঘোষণা, সহ-অধিনায়ক তাসকিন রাজবাড়ীতে অস্ত্র মামলায় যুবকের ১৭ বছরের কারাদণ্ড নাইকো দুর্নীতি মামলায় পরবর্তী সাক্ষ্য ১১ জুন

সাংবাদিকের ওপর হামলাকারী শনাক্তে কাজ হচ্ছে- আইজিপি

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ১৩ আগস্ট, ২০১৮
  • ১৩৩ বার পড়া হয়েছে
ছবি সংগৃহীত

বাংলা৭১নিউজ, ঢাকা: স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনের সময় সাংবাদিকদের ওপর হামলাকারীদের শনাক্ত করতে গোয়েন্দা (ডিবি) পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. জাবেদ পাটোয়ারী।

আজ সোমবার দুপুরে পুলিশ সদর দপ্তরের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন আইজিপি। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ঈদুল আজহার নিরাপত্তা, কোরবানির পশু পরিবহন ও সমসাময়িক বিষয় নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আইজিপি বলেন, ‘আন্দোলনের সময় গুজব রটিয়ে উসকানি ছড়ানোর অভিযোগে কয়েকশ ফেসবুক আইডি শনাক্ত করা হয়েছে। ২১টি মামলা করা হয়েছে। ফেক আইডিগুলো বন্ধ করার জন্য বিটিআরসিকে অনুরোধ জানানো হয়েছে।’

গুজব রটনাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করা হলেও সাংবাদিকদের ওপর হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে সময় লাগছে কেন—এমন প্রশ্নের জবাবে পুলিশপ্রধান বলেন, ‘পুলিশ একসঙ্গে সবকিছু করতে পারে, এমনটি নয়। ডিবি চিহ্নিত করার কাজ করছে।’

এসব ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে ডিবির একজন অতিরিক্ত কমিশনারকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান আইজিপি। তিনি বলেন, ‘কমিটি তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে প্রতিবেদন জমা দেওয়ার পরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

পুলিশের সঙ্গে হেলমেট পরে লাঠি ও রামদা হাতে কারা ছিল—এ প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘তারা কারা, আমরা জানি না। পুলিশ কাউকে ডাকেনি। কারো সাহায্য চায়নি। সাহায্য চাইলে পুলিশ জনগণের কাছে চাইবে। আর যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশের সক্ষমতা রয়েছে।’

এদিকে, ঈদুল আজহা সামনে রেখে মহাসড়কে যাতে ফিটনেসবিহীন যানবাহন চলাচল করতে না পারে, সে জন্য কড়া নজরদারি থাকবে বলেও জানান পুলিশ মহাপরিদর্শক।

জাবেদ পাটোয়ারী বলেন, ‘মহাসড়কে ফিটনেসবিহীন যানবাহন চলাচল আমরা কঠোরভাবে নিয়ন্ত্রণ করব। মহাসড়কে যানজট নিয়ন্ত্রণ করার জন্য পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারাও রাস্তায় থাকবেন, তাঁরা নিয়মিত সড়ক পরিদর্শনে যাবেন।’

তবে মানুষকে সচেতন হতে হবে, রাস্তায় অপরিচিত কারো দেওয়া কোনো কিছু গ্রহণ করা যাবে না বলেন মন্তব্য করেন আইজিপি। তিনি বলেন, ‘অজ্ঞান ও মলম’ পার্টির বিরুদ্ধে গত ঈদ থেকেই ব্যবস্থা নেওয়া হয়েছিল, যে কারণে কোনো অভিযোগ আসেনি।  সূত্র: এনটিভি অনলাইন।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com